বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের তালিকা করতে হবে’ 

আইস পাচ্ছে আইআরএস’র  তথ্যভা-ার ব্যবহারের সুযোগ 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৩২, ২৯ মার্চ ২০২৫

আইস পাচ্ছে আইআরএস’র  তথ্যভা-ার ব্যবহারের সুযোগ 

ছবি: সংগৃহীত

আইআরএসের তথ্যভা-ার ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে আইস। গত রোববার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এখবর প্রকাশ করেছে সিএনএন। আইআরএসের তথ্য পাওয়ার পর ট্রাম্প প্রশাসনের গণ বিতাড়ন পরিকল্পনায় আরো গতি আসবে বলে ধারণা বিশ্লেষকদের। যদিও ডেমোক্র্যাটকরা আশঙ্কা করছেন, আইআরএসের তথ্যভা-ার ব্যবহারের অনুমোতি দিলে দেশের বেশিরভাগ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়বে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, আইআরএসের কাছ থেকে তথ্য যাচাইয়ের মাধ্যমে অবৈধ অভিবাসীদের অবস্থান বিষয়ে জানতে পারবে আইস। এক্ষেত্রে সবার আগে আইসকে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের তালিকা করতে হবে এবং সেই তালিকার তথ্য যাচাই করতে কাজ করবে আইআরএস।
অবৈধ অভিবাসীদের কাছ থেকেও আয়কর আদায় করে আইআরএস। সেকারণে কর সংক্রান্ত তথ্য পাওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গণবিতাড়ন পরিকল্পনায় আরো গতি আসবে বলে ধারণা বিশ্লেষকদের। ওয়াশিংটন পোস্ট জানায়, ২০২২ সালে অবৈধ অভিবাসীদের কাছ থেকে আয়কর হিসেবে ২৫ বিলিয়ন ডলার আদায় করে আইআরএস।
এদিকে, আইআরএসের তথ্য ব্যবহার করে আইস অভিযান পরিচালনা করলে দেশের বেশিরভাগ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়বে বলে মনে করেন ডিপার্টমেন্ট অব হাউয অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের সাবেক সেক্রেটারি হুলিয়ান ক্যাস্ট্রো। তিনি বলেন, দেশের আইন মেনে কর পরিশোধ করা লোকজনকেও অপরাধী হিসেবে চিহ্নিত করার মতো অবিচার আর কিছুই হতে পারে না।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতিতে ট্রাম্প অপরাধীদের বহিষ্কারের কথা বললেও এখন আইন মেনে চলা অভিবাসীদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন বলেও অভিযোগ করেন ক্যাস্ট্রো। এসব কর্মকা-ে ট্রাম্প প্রশাসনের জনপ্রিতা হারাচ্ছে বলেও মনে করেন তিনি।
এদিকে, ভেনেযুয়েলার নাগরিকদের বহিষ্কারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আচরণে আশ্চর্য হওয়ার কিছুই নেই বলে জানান বিশ্লেষক ডন ক্যালওয়ে।
ক্যালওয়ে বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দফায় ট্রাম্পের প্রশাসনের সাথে ফেডারেল আদালতের সম্পর্ক একইরকম ছিলো। আইনের শাসন নিশ্চিতে ফেডারেল আদলতের ভুমিকার প্রশংসাও করেন তিনি।
 

শেয়ার করুন: