বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কোম্পানিগুলো তাদের কর্মীদের বহাল রাখছে 

যুক্তরাষ্টের জব মার্কেটে সুবাতাস

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৪৩, ২৯ মার্চ ২০২৫

যুক্তরাষ্টের জব মার্কেটে সুবাতাস

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন গত সপ্তাহে একই অবস্থানে ছিল। আর এতেই বোঝা যাচ্ছে যে শ্রমবাজার ভালো অবস্থায় রয়েছে এবং কোম্পানিগুলো তাদের কর্মীদের বহাল রাখছে। উল্লেখ্য, চাকরি না থাকলেই বেকারদের ভাতা পাওয়ার আবেদন বাড়ে।  গত কয়েক বছর ধরেই আবেদনকারীর সংখ্যা দুই থেকে আড়াই লাখের মধ্যে সীমিত থাকছে।

এদিকে ফেডারেল সরকার ১০ হাজার চাকরি ছাঁটাই করেছে বলে শ্রম দফতর তাদের ফেব্রুয়ারির চাকরি প্রতিবেদনে জানিয়েছে। ২০২২ সালের পর এটাই সবচেয়ে বেশি ছাঁটাই।
অর্থনীতিবিদরা মনে করেন না যে ফেডারেল কর্মী ছাঁটাই এই বাজারে তেমন প্রভাব পড়বে।
ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মী বাহিনী কমানোর যে উদ্যোগ নিয়েছে, এর অংশ হিসেবেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে।
শ্রম দফতর জানিয়েছে, মার্কিন নিয়োগকারীরা ফেব্রুয়ারিতে এক লাখ ৫১ হাজার নতুন চাকরি যোগ করেছে। ওয়ার্কডে, ডাও, সিএনএন, স্টারবার্কস, সাউথওয়েস্ট এয়ারলাইন্স ও ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাসহ কয়েকটি বড় কোম্পানি চলতি বছর ছাঁটাইয়ের ঘোষণার মধ্যেও চাকরির বাজার স্থিতিশীল থাকাটা বড় ধরনের ঘটনা বলে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, বেকার ভাতা প্রাপ্ত কর্মীর সংখ্যা ১৮ লাখ ৬০ হাজার থেকে ১৫ মার্চ সপ্তাহে ২৫ হাজার কমেছে।
 

শেয়ার করুন: