
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লিগ্যাল পারমানেন্ট রেসিডেন্সির সুনির্দিষ্ট কিছু আবেদন চূড়ান্ত করা থেকে বিরত থাকার কথা ঘোষণা করেছে ইউএসসিআইএস। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের সাথে সামঞ্জস্য বিধান করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। নাগরিকত্ব, আইনগত মর্যাদা ও অন্যান্য অভিবাসন সুবিধা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অংশ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আবেদনগুলো আরো যাচাই-বাছাই করার জন্য এই পদক্ষেপ নিয়েছে।
গত ২০ জানুয়ারি সই হওয়া ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক বা প্রবেশ করে ফেলেছে, এমন সকল বিদেশির কাগজপত্র সম্ভব সর্বোচ্চ মাত্রায় যাচাই করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আদেশ জারি করেন। বিশেষ করে যেসব অঞ্চল বা দেশ থেকে যুক্তরাষ্ট্রের জন্য বেশি হুমকি আসতে পারে, সেখানকার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বা অবস্থান করার ওপর কড়াকড়ি আরোপ করতে বলা হয়েছে।
সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, উদ্বাস্তু এবং আশ্রয় মঞ্জুর করা, কিংবা গ্রিন কার্ডধারী ব্যক্তিদের কাগজপত্র আরো যাচই করার জন্য ইউএসসিআইএস তাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছে।
সংস্থাটির বিবৃতিতে ঠিক কাদের কাগজপত্র যাচাই বন্ধ রাখা হয়েছে, তা বলা হয়নি। এমনকি কত দিন তা স্থগিত থাকবে, তাও খোলাসা করা হয়নি। এ ব্যাপারে তারা মিডিয়ার প্রশ্নের কোনো জবাবও দেয়নি।