রোববার, ০৬ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কোমোকেই মেয়র  পদে চান কুইন্সের  ডেমোক্র্যাটরা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৫, ৪ এপ্রিল ২০২৫

কোমোকেই মেয়র  পদে চান কুইন্সের  ডেমোক্র্যাটরা

ছবি: সংগৃহীত

কুইন্সের আরো কয়েকজন নির্বাচিত কর্মকর্তা মেয়র পদে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। 
সর্বশেষ যারা কোমোর প্রতি সমর্থন দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন স্টেট সিনেটর জেমস স্যান্ডার্স ও অ্যাসেমব্লি সদস্য ক্লাইড ভ্যানেল ও অ্যালিসিয়া হান্ডম্যান। এর আগে ডেমোক্র্যাটিক অর্গ্যানাইজেশন অব কুইন্স কাউন্টি এবং এর চেয়ারম্যান ইউএস রিপ, গ্রেগোরি মিকস সমর্থন দেন কোমোকে। এই সমর্থন লাভ ছিল কোমোর জন্য বিশাল প্রাপ্তি।

এছাড়া স্টেট সিনেটর টবি অ্যান স্টাভিস্কি ও যোশেফ পি অ্যঅডাবো, অ্যাসেম্বলি সদস্য ডেভিড ওয়েপ্রিন ও অ্যাডওয়ার্ড ব্রাউনস্টেইন, কাউন্সিল সদস্য লিন শুলম্যান তার প্রতি সমর্থন প্রদান করেন। এমনকি অ্যাসেম্বলি সদস্য স্ট্যাসি ফেফার অ্যামাতো, ভিভিয়ান কুক, স্যাম বার্গারও সাবেক গভর্নরের প্রতি সমর্থন দেন।
স্যান্ডার্স বলেন, এখন চাকরির প্রশিক্ষণ দেওয়ার সময় নেই। তিনিই একমাত্র প্রার্থী, যার সত্যিকার অর্থে আমলাতন্ত্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। তিনি দায়িত্বে থাকার সময় ন্যূনতম মজুরি ১৫ ডলার করাসহ বেশ কিছু প্রগতিশীল আইন প্রণয়ন করেছিলেন।
তিনি বলেন, ‘আমাদের নগরীর সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই আমাদের উচিত এমন একজনকে মেয়র নির্বাচিত করা, যিনি অদম্য সাহসী, ভীতিহীন, দক্ষিন-পূর্ব কুইন্সকে আরো নিরাপদ ও আরো স্বাচ্ছন্দ্যময় করতে পারবেন।’
স্যান্ডার্স কৃষ্ণাঙ্গ নির্বাচিত কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি জোটের অংশ হিসেবে কোমোর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি ভোটারদেরকে অ্যাডামসকে দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসেবে বিবেচনা করার অনুরোধ করেন।
 

শেয়ার করুন: