রোববার, ০৬ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিওয়ার্কে ব্লাডস চক্রের সদস্য  আটক

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৭, ৪ এপ্রিল ২০২৫

নিওয়ার্কে ব্লাডস চক্রের সদস্য  আটক

ছবি: সংগৃহীত

নিওয়ার্কে কয়েকটি সংস্থার সম্মিলিত অভিযানে ব্লাডস চক্রের এক সদস্য, একজন যৌন হামলাকারী এবং পুলিশের ওপর এক হামলাকারীকে আটক করা হয়েছে। ইউএস মার্শালদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অন্তর্বর্তী নিউজার্সি ইউএস অ্যাটর্নি অ্যালিনা হ্যাবাও ছিলেন।

আটক জাকিয়া হাউসারের, ১৮, বিরুদ্ধে গুলিবর্ষণ করা, অস্ত্র রাখা, চুরি, চুরির সরঞ্জাম রাখাসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
এই অীভযানে ইউএস মার্শাল, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য অংশ নেয়।
তাদের অপরাধের বহর দেখে আশ্চর্য হয়ে যান হ্যাবা। তার কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হয়েছে।
হ্যাবা বলেন, আটক ব্ল্যাডস সদস্যটির বয়স ১৪ বছর। সম্প্রতি সে নিওয়ার্কে ২৬ বছর বয়স্ক এক গোয়েন্দাকে গুলি করে হত্যা করেছে। ওই গোয়েন্দা তাকে গ্রেফতার করার চেষ্টা করেছিলেন। 
এছাড়া দারিয়াস টোরেস নামের আরেকজনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু পর্নগ্রাফি ও অশ্লীল সামগ্রী রাখার অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেফতারের সময় বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয়েছে।
অভিযানে ডেভিড বগার, ২৬, নামের একজনকে গ্রেফতার করা হয়। এই লোকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগ রয়েছে। লোকটি তার গাড়ি দিয়ে পুলিশের একটি যানে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গ্রেফতার করার সময় সে নিওয়ার্কে তার অ্যাপার্টমেন্ট ভবনে বিছানার নিচে লুকিয়ে ছিল।
মিডিয়ার করা প্রশ্নের জবাবে হ্যাবা বলেন, তার মনে হয়েছে, তারও অভিযানে থাকা উচিত। আর এটি তার চাকরির অংশবিশেষ।
তিনি বলেন, ‘আমাদের লোকজন কিভাবে কাজ করছে, সেটা তাদের সাথে না থাকলে বোঝা যায় না। তারা খারাপ লোকদের আটকাচ্ছে।’
 

শেয়ার করুন: