
ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবার নির্বাচন করবেন। ফেডারেল দুর্নীতি মামলাটি স্থায়ীভাবে খারিজ হওয়ার পর তিনি এই ঘোষণা দিলেন।এক নির্বাচনী ভিডিওতে অ্যাডামস বলেন, আইনি লড়াইয়ের কারণে তিনি প্রাইমারি প্রচারণায় বাধাগ্রস্ত হয়েছেন।
তিনি বলেন, ‘তবে আমি ছেড়ে দেব না।’
তিনি জানান, ‘আমি যদিও এখনো ডেমোক্র্যাট। তবুও আমি ঘোষণা করছি যে আমি মেয়র পদের জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারি এড়িয়ে গিয়ে সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকল নিউ ইয়র্কারের কাছে আবেদন জানাব।’
গত বুধবার ম্যানহাটানের এক বিচারক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি পুরোপুরি খারিজ করে দেন। এর ফলে মামলাটি আর কখনো নতুন করে দায়েরও করা যাবে না।
গত ফেব্রুয়ারিতে বিচার বিভাগ মামলাটি খারিজ করার উদ্যোগ নেয়। ওই সময় বিচারককে বলা হয়, এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযান সহায়ক হবে।
এরপর গ্রাসি ম্যানসনে বক্তৃতাকালে অ্যাডামস নিজেকে নির্দোষ হিসেবে অভিহিত করে বলেন, ‘এই মামলা আর কখনো সামনে আসা উচিত নয়। আমি অন্যায় কিছু করিনি।’
অ্যাডামসের আইনজীবী আলেক্স স্পিরো বলেন, এই মামলা হলো ‘সম্পদের অপচয়।’ তিনি বলেন, অ্যাডামস প্রতিহিংসার শিকার হয়েছেন।
অ্যাডামস ২০২১ সালে মধ্যপন্থী ডেমোক্র্যাট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এখন তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় শিবির থেকেই তাকে বিকল্প বিবেচনা করা হবে। রিপাবলিকান প্রার্থী একজন হলেও (কারটিস স্লিয়া) ডেমোক্র্যাটদের প্রার্থী বেশ কয়েকজন। তাদের মধ্যে রয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো। আর স্বতন্ত্র হিসেবে আরেকজন নির্বাচন করার কথা ঘোষণা করেছেন। তিনি হলেন জিম ওয়াল্ডেন।