শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সিটির কোষাগারে  উপচে পড়া অর্থ  ব্যয়ের উদ্যোগ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৩, ৪ এপ্রিল ২০২৫

সিটির কোষাগারে  উপচে পড়া অর্থ  ব্যয়ের উদ্যোগ

ছবি: সংগৃহীত

যতটুকু আশা করেছিল মেয়রের অফিস, নিউ ইয়র্ক সিটির কোষাগারে তার চেয়ে অনেক বেশি অর্থ জমা পড়ছে। আর সিটি কাউন্সিল নেতারা ওই অতিরিক্ত অর্থ শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও গৃহায়ন পরিষেবায় ব্যয় করতে চান।

সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস আগামী অর্থবছরের জন্য কাউন্সিলের ১১৬.৮ বিলিয়ন ডলারের প্রস্তাবিত বাজেটের কথা প্রকাশ করেন। মেয়রের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার চেয়ে এটি কয়েক শ’ মিলিয়ন ডলার বেশি। 
এ ব্যাপারে অ্যাডামস বলেন, কাউন্সিলের প্রাথমিক বাজেট প্রতিক্রিয়াটি ভারসাম্যপূর্ণ, দায়িত্বশীল ও আমাদের নগরী ও নিউ ইয়র্কের বাসিন্দাদের জীবনে স্থিতিশীলতা আনার জন্য চিন্তাশীল একটি পথের সন্ধান দিয়েছে।
উল্লেখ্য, মেয়র রেকর্ড সৃষ্টিকারী ১১৪.৫ বিলিয়ন ডলারের বাজেট উত্থাপন করেছিলেন।
তবে সিটি কাউন্সিল আরো ৬.৩ বিলিয়ন ডলারের বাজেট পরিকল্পনা প্রকাশ করেছে।
কাউন্সিলের পরিকল্পনায় শিক্ষা খাতে আরো ৭৯৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩-কে এবং প্রি-কে-এর জন্য ১৯৭ মিলিয়ন ডলার, স্বাস্থ্য ও জননিরাপত্তা খাতে আরো ৩৭৮.৯ মিলিয়ন বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে।
কাউন্সিল ১১৪.৫ মিলিয়ন ডলার গৃহায়ন এবং আরো ২৮০.৩ মিলিয়ন ডলার নগরীর লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করবে। এছাড়া পার্কস বিভাগ পাবে ৬০ মিলিয়ন ডলারের বেশি।
এ ব্যাপারে স্পিকার অ্যাডামস বলেন, ‘আমরা আমাদের কমিউনিটিগুলোর জন্য আরো বেশি অর্থপূর্ণ বিনিয়োগ চাই।’
 

শেয়ার করুন: