
ছবি: সংগৃহীত
এমটিএ আরোহীদের জন্য নতুন সাবওয়ে মানচিত্র প্রকাশ করেছে। ১৯৭৯ সালের পর এটি প্রথম ‘বড় ধরনের রিডিজাইন’ বলে জানিয়েছেন এজেন্সির চেয়ার ও সিইও জানো লিবার।
এমটিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ব্যবস্থাটি অনুসরণ করা হবে সহজ, আর তা ডিজিটাল ব্যবহারকারীদের জন্য বেশি কার্যকর হবে।
তিনি বলেন, কয়েক বছরের চেষ্টার ফল হলো এই নতুন নক্সা।
তিনি বলেন, এমন পরিবর্তন প্রতিদিন করা যায় না। আমরা নিউ ইয়র্ক সিটির নতুন আইকন তৈরী করছি।
এমটিএ জানিয়েছে, নতুন মানচিত্রটি ‘খুব সহজভাবে, উজ্জ্বলভাবে ও সুশৃঙ্কলভাবে আরোহীদের’ ভ্রমণ তথ্য প্রদান করবে।
সংস্থাটি জানায়, ‘সাদা ব্যাকগ্রাউন্ড, বোল্ড কালার, আনুভূমিক লেখা ও কালো ডটের ব্যবহার করার কারণে মানচিত্রটি আরো বেশি এডিএ-বান্ধব হয়েছে। একইসাথে এগুলো এখন দৃষ্টিগত সীমাবদ্ধতা ও বোঝার ঘাটতিও দূর করবে।’
ডিজাইনাররা সহজপাঠ্য লেখা, যতটা সম্ভব একক লাইন ব্যবহার করেছেন। এছাড়া গাদাগাড়ি এগিয়ে যাওয়া হয়েছে, সহজে পড়ার জন্য সাদা ও কালো আইকন ব্যবহার করা হয়েছে।
এমটিএ জানায়, মানচিত্রটিতে সহজে যাতায়াত, নিরাপত্তাগত তথ্যও দেওয়া হয়েছে। এছাড়া কিউআর কোডও দেওয়া হয়েছে। এগুলোর কারণে ব্যবহারকারীরা এমটিএ ওয়েবসাইটেও যেতে পারবেন।
এমটিএ ইতোমধ্যেই সাবওয়ে স্টেশনগুলোর ডিজিটাল স্ক্রিনগুলোতে নতুন মানচিত্র প্রদর্শন শুরু করেছেন।
আরোহীরা এমটিএ ওয়েবসাইট থেকে নতুন মানচিত্র এবং পুরনো সংস্করণ- উভয়টিই ডাউনলোড করতে পারবেন।