
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতির মামলাটি তাড়াতাড়ি শেষ করার জন্য বিচারকের প্রতি আহ্বান জানিয়েছেন তার আইনজীবী। তিনি বলেছেন, মামলাটি দ্রুত শেষ হলে তার মক্কেল মেয়র পদে পুনঃনির্বাচনের দিকে মনোযোগ দিতে পারবেন।
বিচারক ডেল ই হোকে লেখা চিঠিতে অ্যাডামসের আইনজীবী আলেক্স স্পিরো ‘সম্ভব দ্রুততার সাথে’ রায় দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, তার মক্কেল মাত্র কয়েক দিন পরই নগরীর ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
অ্যাডামস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেননি। তবে তিনি বার বার জোর দিয়ে বলছেন যে তিনি মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে লড়াই করতে চান। দলের অনেকেই ইতোমধ্যেই প্রচারকাজে নেমে অ্যাডামসের ওপর চাপ বাড়িয়ে চলেছেন।
গত বছর মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণাচেষ্টা, ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়। তবে অ্যাডামস এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। চলতি মাসে তার বিচারকাজ শুরু হওয়ার কথা ছিল।
তবে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার বিভাগ অ্যাডামসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়। জানানো হয়, অ্যাডামসের পুনঃনির্বাচন ঠেকাতে এসব অভিযোগ আনা হয়েছে। একইসাথে নভেম্বরে মেয়র নির্বাচন শেষ হওূয়ার পর মামলা আবার দায়ের করার ব্যবস্থাও রাখা হয়।
বিচার বিভাগের এই নজিরবিহীন পদক্ষেপের জবাবে হো বিচারকাজ বাতিল করেন, মামলাটির ব্যাপারে নিরপেক্ষ পরামর্শ দিতে বাইরের আইনজীবী নিয়োগ করেন। আদালতের নিযুক্ত এই আইনজীবী মার্চ মাসের প্রথম দিকে বিচার বিভাগের মামলাটি খারিজ করার অনুরোধ মঞ্জুর করার জন্য হোর প্রতি পরামর্শ দেয়।
এই প্রেক্ষাপটে স্পিরো সোমবার বিচারকের কাছে লেখা চিঠিতে বলেন, মেয়রের রাজনৈতিক ক্যালেন্ডারের জন্য এখন মামলাটি দ্রুত শেষ করা উচিত।
তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্তে উপনীত হওয়র জন্য আদালতের প্রতি আহ্বান জানাচ্ছি।’