
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে ২০২৫ সালের প্রথম তিন মাসে সহিংস অপরাধ ব্যাপক হারে কমেছে বলে নিউইয়র্ক পুলিশ বিভাগের পরিসংখ্যানে জানা গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে খুন ৯৫ থেকে ৬২-এ নেমে এসেছে।
চলতি বছরের প্রথম তিন মাসে বন্দুকবাজিও অনেক কমেছে। পুলিশের তথ্যে দেখা যায়, এ সময় গোলাগুলি হয়েছে ১৪১টি, এর শিকার হয়েছে ১৬৫ জন। গত বছরের চেয়ে তা ২২.২ শতাংশ কম। ওই সময় ১৮০টি ঘটনায় ২১২ জন শিকার হয়েছিল।
ডাকাতি, বড় বড় অপরাধ, ছিঁচকে চুরি ও বড় চুরিও এই সময়কালে অনেক কমেছে।
গত বছরের তুলনায় ডাকাতি কমেছে ২২.৩ শতাংশ। আর বড় অপরাধ কমেছে ২.৪ শতাংশ। ছিঁচকে চুরি কমেছে ৪.৯ শতাংশ, বড় চুরি কমেছে ১৪.২ শতাংশ।
পুলিশের তথ্যে জানা গেছে, যাতায়াত পথে অপরাধ কম হয়েছে ১৭.৫ শতাংশ। ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে এই অপরাধ হয়েছে ৪৬১টি। অথচ গতবছরের একই সময় হয়েছিল ৫৫৯টি।
আর হেইট ক্রাইম কমেছে ১৬.২ শতাংশ। গতবছরের ১৪২টি থেকে কমে চলতি বছরের প্রথম তিন মাসে হয়েছে ১১৯টি।
গত নভেম্বরে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেসিকা টিশচ। এরপর থেকেই অপরাধ ব্যাপকভাবে কমতে শুরু করে। তিনি পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বেশ কিছু পরিবর্তন আনেন। এছাড়া তিনি বাহিনী সম্প্রসারণ করেন, অপরাধ কমানোর জন্য উদ্যোগ বাড়িয়ে দেন।
গত জানুয়ারিতে নিউইয়র্ক সিটিতে ৩০ বছরের মধ্যে যেকোনো জানুয়ারির তুলনায় নিউইয়র্ক সিটিতে সবচেয়ে কম সংখ্যক গোলাগুলি ঘটে।
এ ব্যাপারে টিশচ বলেন, ‘জোনভিত্তিক পুলিশিংব্যবস্থার’ কারণে নগরীতে অপরাধ কমছে। তিনি জানান, যেসব এলাকায় অপরাধ বেশি হচ্ছে, সেখানকার অ্যালগোরিদম ব্যবহার করে সে অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হচ্ছে। এর সুফলও পাওয়া যাচ্ছে।