শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইউএসসিআইএস’র  নতুন উদ্যোগ

নজরদারিতে সামাজিম মাধ্যমে  ইহুদিবিরোধী কার্যক্রম 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৮, ১১ এপ্রিল ২০২৫

নজরদারিতে সামাজিম মাধ্যমে  ইহুদিবিরোধী কার্যক্রম 

ছবি: সংগৃহীত

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) সামাজিক মাধ্যমে বিদেশিদের ইহুদিবিরোধী (অ্যান্টিসেমিটিক) কার্যক্রম এবং ইহুদি ধর্মাবলম্বীদের ওপর দৈহিক নাজেহালের ঘটনা বিবেচনা করা শুরু করেছে। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তার অভিবাসন সুবিধার অনুরোধ বাতিল করা হবে।

এই নিয়ম আইনসম্মত পারমানেন্ট রেসিডেন্ট স্টাটাস, বিদেশি ছাত্র, ইহুদিবিরোধী কার্যক্রমে জড়িত বিদেশ-সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনকারী বিদেশিদের জন্য তাৎক্ষণিকভাবে প্রয়োগ করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদিবিরোধী অবস্থানবিষয়ক নির্বাহী আদেশ ‘এডিশনাল মেজার্স টু কমব্যাট অ্যান্টি-সেমিটিজম অ্যান্ড প্রটেকটিং দি ইউনাটেড স্টেটস ফ্রম ফরেন টেরোরিস্টস অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস’-এর আলোকে ডিএইচএস চরমপন্থী ও সন্ত্রাসী বিদেশিদের থেকে দেশকে রক্ষার জন্য অভিবাসন আইনকে সর্বোচ্চ মাত্রায় প্রয়োগ করবে। চরমপন্থী ও সন্ত্রাসী বিদেশিদের মধ্যে রয়েছে- যারা ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ, সহিংস ইহুদিবিরোধী মতাদর্শ এবং হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, হিজবুল্লাহ বা আনসারউল্লাহ, হুতির মতো ইহুদিবিরোধী সংগঠনকে সমর্থনকারী।
ডিএইচএসের পাবলিক অ্যাফেয়াসবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলগলিন বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাকি বিশ্বের সন্ত্রাসীদের প্রতি সহানুভূতি প্রকাশকারীদের কোনো স্থান নেই। তাদেরকে এখানে আসতে দিতে কিংবা থাকতে দেওয়ার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই।’
তিনি আরো বলেন, ‘নোয়েম পরিষ্কার করে দিয়েছেন যে যারা আমেরিকায় আসা এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টের আড়ালে অবস্থান করার কথা চিন্তা করছেন, তারা বিষয়টি নিয়ে নতুন করে ভাবুন। তাদেরকে আমরা এখানে স্বাগত জানাব না।’
এই নির্দেশনার আলোকে ইউএসসিআইএস সামাজিক মাধ্যমের কনটেন্টকে ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ, ইহুদিবিরোধী সন্ত্রাসী সংগঠন কিংবা অন্যান্য ইহুদিবিরোধী কার্যক্রমকে সমর্থন করা, পক্ষাবলম্বন করা, ছড়িয়ে দেওয়া, উৎসাহিত করা বিবেচনা করবে। আর এসব কাজ যারা করবে, তাদের অভিবাসন সুবিধা দেওয়ার ক্ষেত্রে তা নেতিবাচক ভূমিকা পালন করবে। 
 

শেয়ার করুন: