শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাসিন্দাদের জন্য স্বস্তির খবর আসছে

নিউইয়র্ক সিটিতে পাবলিক  টয়লেট বাড়াতে ভোট

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:২০, ১১ এপ্রিল ২০২৫

নিউইয়র্ক সিটিতে পাবলিক  টয়লেট বাড়াতে ভোট

ছবি: সংগৃহীত

পাবলিক বাথরুম বা টয়লেট অনুসন্ধানে থাকা নিউইয়র্কের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর আসছে। ২০৩৫ সাল নাগাদ প্রতি ২,০০০ অধিবাসীর জন্য একটি পাবলিক রেস্টরুম নিশ্চিত করার জন্য সিটি কাউন্সিল ভোটাভুটিতে যাচ্ছে। বিলটি পাস হলে নিউইয়র্ক সিটির অধিবাসীদের জন্য তা সুখবরই বিবেচিত হতে পারে। বর্তমানে সিটির ৮৮ লাখ লোকের জন্য এক হাজারের সামান্য বেশি পাবলিক রেস্টরুম আছে। অর্থাৎ প্রতি আট হাজার অধিবাসীর জন্য বাথরুম আছে মাত্র একটি।

ব্রুকলি কাউন্সিলওম্যান স্যান্ডি নার্স বিলটি স্পন্সর করছেন। তিনি জানিয়েছেন, পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে।
তিনি বলেন, ‘আমরা প্রথমবারের মতো নগরীজুড়ে পাবলিক বাথরুম নেটওয়ার্ক নির্মাণ করতে যাচ্ছি। ২০৩৫ সাল নাগাদ আমাদের ২,১০০ পাবলিক টয়লেট থাকবে। এই নেটওয়ার্কটি কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, ও সম্প্রসারণ করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’
নগর কর্তৃপক্ষ কয়েকটি পাবলিক রেস্টরুম রক্ষণাবেক্ষণ করে। তবে ২৪ ঘণ্টা সেগুলো খোলা না থাকায় বাথরুম করাটা একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। এটা যে বেশ বড় সমস্যা, তা বোঝা যায় প্র¯্রাব করা নিয়ে ৩১১-এর ৯০টি অভিযোগ পাওয়ায়।
সিটি কাউন্সিল ২০২২ সালে প্রতিটি জিআইপি কোড এলাকায় একটি করে রেস্টরুম করার বিল পাস করেছিল। কিন্তু তা বাধ্যতামূলক না থাকায় কাজ হয়নি।
এরপর ২০২৪ সালের জুনে মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেন যে নগর কর্তৃপক্ষ পার্ক ডিপার্টমেন্টের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৪৬টি নতুন রেস্টরুম নির্মাণ এবং ৩৬টির সংস্কার করবে।
 

শেয়ার করুন: