শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ট্রাম্পের শুল্কনীতির প্রভাব

যুুক্তরাষ্ট্রে দাম বাড়ার আগেই  গাড়ি কেনার ধুম

নবযুগ রিপোর্ট

আপডেট: ২২:১৩, ১৮ এপ্রিল ২০২৫

যুুক্তরাষ্ট্রে দাম বাড়ার আগেই  গাড়ি কেনার ধুম

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির ফলে গাড়ির দাম বাড়বে। তবে সম্ভাব্য ক্রেতারা ওই পথে যেতে চাচ্ছেন না। তারা আগেই গাড়ি কিনে নিচ্ছেন। নতুন গাড়ি এবং পুরনো গাড়ি- উভয় ক্ষেত্রেই এই প্রবণতা দেখা যাচ্ছে। আবার একইসাথে যুক্তরাষ্ট্রজুড়েই নতুন গাড়ির সরবরাহ কমছে।
কক্সের প্রধান অর্থনীতিবিদ জোনাথন স্মক বলেন, ‘গাড়ি সরবরাহ কমার হারটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি।’

তবে তিনি জানান, গত বছরের মওসুমভিত্তিক হারের তুলনায় এখন নতুন গাড়ির বিক্রি বেড়েছে ২২ শতাংশ। আর ২০২৪ সালের তুলনায় গাড়ি বিক্রি বেড়েছে প্রায় ৭ শতাংশ।
তিনি বলেন, শুল্কের কারণে মার্চে বিক্রি অনেক বেড়েছে।
ট্রাম্প গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এটি ৩ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এছাড়া গাড়ির খুচরা যন্ত্রাশের ওপর মে মাসের শুরু থেকে শুল্ক বসানো হবে।
যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম গাড়ি নির্মাতা হলেও বিভিন্ন দেশ থেকে সে খুচরা যন্ত্রাংশ আমদানি করে থাকে। ফলে যুক্তরাষ্ট্রে তৈরী গাড়ির দামও বাড়তে যাচ্ছে।
একইভাবে কার ডিলারশিপগুলোও মার্চে ক্রেতা বাড়ার হার লক্ষ্য করেছে।
তবে নতুন গাড়ি সরবরাহ বেশ কমেছে। ৩১ মার্চের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে মোট ২.৬৯ মিলিয়ন নতুন গাড়ির চালান কমেছে। মার্চের শুরুতে থাকা ২.৯৯ মিলিয়নের তুলনায় তা ১০.২ শতাংশ কম। আর গত বছরের একই সময়ের তুলনায় তা ২.৪ শতাংশ কম।
অবশ্য ট্রাম্প অতি সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে গাড়ি শিল্পকে তার বাণিজ্যযুদ্ধ থেকে রেহাই দেবেন। 
 

শেয়ার করুন: