শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

লং আইল্যান্ডের  ৩ পুলিশের  আত্মহত্যা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:১২, ১৮ এপ্রিল ২০২৫

লং আইল্যান্ডের  ৩ পুলিশের  আত্মহত্যা

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক রাজ্যে চলতি বছর ছয় পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। আর এদের মধ্যে অর্ধেকই হয়েছে লং আইল্যান্ডে। আরো অবাক করা বিষয় হলো, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নাসাউ কাউন্টিতে এবং চলতি বছরের প্রথম কোয়ার্টারে। নাসাউ পিবিএ প্রেসিডেন্ট টমি শেভলিন বলেন, ‘সংখ্যাটি আতঙ্ক সৃষ্টিকারী। আমাদেরকে এখন মানসিক স্বাস্থ্য রক্ষার দিকে নজর দিতে হবে।’

এদিকে নাসাউ কাউন্টি বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি টমি শেভলিন পুলিশ অফিসারদের মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার একটি আইন পাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সাফক পিবিএ প্রেসিডেন্ট লু সিভেলো মিডিয়াকে বলেন, ‘আমরা বেশ বড় ধরনের সংকটের মধ্যে রয়েছি। সাফোক কাউন্টিতে গত বছর চার অফিসার আত্মহত্যা করেছেন।’
মানসিক স্বাস্থ্য উন্নতি নিয়ে শেভলিন চলতি সপ্তাহে গভর্নর ক্যাথি হোকুলের সাথে সাক্ষাত করেছেন। তাতে মনে হয়েছে, বিলটি পাস হতে পারে।
তবে এ ব্যাপারে হোকুলের অফিস থেকে কোনো মন্তব্য করা হয়নি।
গত বছর রাজ্যের কনস্টেবলদের মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য গভর্নর ১৩ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিলেন। 
ওই সময় হোকুল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আইন প্রয়োগকারীদের মধ্যে আত্মহত্যার হার রাজ্যের গড় হারের চেয়ে ৬০ শতাংশ বেশি। তাদের সহায়তার জন্যই ১৩ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।
 

শেয়ার করুন:

আরও পড়ুন