
ছবি: সংগৃহীত
এবার পবিত্র হজে তীব্র গরমে অসুস্থ হয়ে বা হিটস্ট্রোকে মারা গেছেন কমপক্ষে এক হাজার হাজী। এর মধ্যে ভারতীয় আছেন ৬৮ জন। কোনো বাংলাদেশি হাজী মারা গেছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, নতুন মৃত্যুর খবর আপডেট করা হয়েছে বৃহস্পতিবার।
এতে আরও ৫৮ জন মিশরীয় মারা যাওয়ার তথ্য মিলেছে। আরবের একজন কূটনীতিক জানিয়েছেন, মিশরের মোট ৬৫৮ জন হাজী মারা গেছেন। নিহত হয়েছেন অনিবন্ধিত আরও ৬৩০ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত নিহত হাজীর সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে। অনেক হাজী বৈধ পথ এড়িয়ে অবৈধ পথে হজ করতে গিয়েছিলেন। তাদের হিসাব নিবন্ধিত নয়।