ছবি: সংগৃহীত
কানাডার সাথে নিউইয়র্ক রাজ্যের চারটি উত্তরাঞ্চলীয় সীমান্ত ক্রসিংয়ে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের পরিচালনাগত সময় কমানোর প্রতিবাদ করেছেন গভর্নর ক্যাথি হোকুল। তিনি নতুন সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বানও জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে হোকুল বলেন, ‘আমি কঠোরভাবে কানাডার সাথে নিউইয়র্কের সীমান্তে চারটি ক্রসিংয়ে অপারেটিং সময় কমানো নিয়ে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। বাইডেন-হ্যারিস প্রশাসন যখন দক্ষিণাঞ্চীয় সীমান্ত নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছিল, তখন নিউ ইয়র্ক আমাদের উত্তরাঞ্চলীয় সীমান্তজুড়ে অবৈধভাবে অতিক্রমের নাটকীয় বৃদ্ধি প্রত্যক্ষ করছিল।’
তিনি বলেন, ‘আমার প্রশাসন ইতোমধ্যেই আমাদের উত্তরাঞ্চলীয় সীমান্ত রক্ষার আরো কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এসবের মধ্যে রয়েছে কানাডার সাথে নিউ ইয়র্ক সীমান্তে নিরাপত্তাচেষ্টা বাড়ানোর জন্য ফেডারেল স্টেট হোমল্যান্ড সিকিউরিটি প্রগ্রাম তহবিল থেকে পাঁচ লাখ ডলার প্রদান। আমরা নিউইয়র্ক স্টেট পুলিশের স্টাফ এবং প্রযুক্তিগত সক্ষমতাও বাড়িয়েছি। এমনকি ব্যাপকভিত্তিক ড্রোন ম্যানেজমেন্ট সিস্টেম এবং হাতে বহনযোগ্য এক্সরে মেশিনের ব্যবস্থাও করা হয়েছে। এসব গুরুত্বপূর্ণ সামগ্রী নিউইয়র্কের অধিবাসীদের আরো নিরাপদ রাখার পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম কমানোর ব্যবস্থাও করেছে।’
গভর্নর বলেন, ‘কংগ্রেসের রিপাবলিকানরা দ্বিদলীয় ব্যাপকভিত্তিক অভিবাসন বিল পাস করতে ব্যর্থ হয়েছে। নিউইয়র্ক ফেডারেল আইনপ্রণেতাদের অভিবাসন কমানোর ব্যর্থতার জন্য অপেক্ষা করতে পারে না। আমাদের প্রয়োজন আজ উত্তরাঞ্চলীয় সীমান্তে সুরক্ষা জোরদার করা। এ কারণে আমরা ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বান জানাচ্ছি।’