রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আরকানসাস এখন সবচেয়ে জনপ্রিয়  গন্তব্য 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৩১, ২১ ডিসেম্বর ২০২৪

আরকানসাস এখন সবচেয়ে জনপ্রিয়  গন্তব্য 

ছবি: সংগৃহীত

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আরকানসাস ২০২৪ সালে যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় রাজ্য ছিল বলে নতুন এক সমীক্ষায় দেখা গেছে। চাকরির সুযোগ, পরিজন ও বন্ধুদের সান্নিধ্য এবং স্বাচ্ছন্দ্য ইত্যাদি বিবেচনা আরকানসাসই সবচেয়ে পছন্দের স্থান বিবেচিত হয়েছে।

এটলাস ভ্যান লাইন্সের বার্ষিক মাইগ্রেশন প্যাটার্নস স্টাডিতে বলা হয়েছে, আরকানসাসের পর রোডস আইল্যান্ড হলো দ্বিতীয় পছন্দের রাজ্য। এরপর রয়েছে নর্থ ক্যারোলিনা, ওয়াশিংটন ডিসি (যদিও তা বাস্তবে রাজ্য নয়), ইদাহো, টেনেসি, মেইন, কানিকটিকাট, ওয়াশিংটন রাজ্য ও আলাস্কা।
সমীক্ষায় কোন রাজ্য থেকে ঠিক কতজন বের হয়েছে বা ঢুকেছে, সেটা বলা হয়নি। বরং প্রবেশ বা বের হওয়ার হারের আলোকে র‌্যাংকিং করা হয়েছে। 
এটলাসের সিওও রায়ান ম্যাককনেল ফক্স নিউজ ডিজিটালকে বলেন, তালিকায় আরকানসাসকে শীর্ষ স্থানে দেখে তিনি বিস্মিত হননি। তিনি স্বাচ্ছন্দ্য, সুদের হার, বাড়ি প্রাপ্তি এবং মূল্যের আলোকে আরকানসাসই পছন্দের রাজ্য হওয়া উচিত।
উল্লেখ্য, ওয়ালমার্ট ও টাইসন ফুডসের মতো করপোরেট জায়ান্টগুলো অনেক দিন আগেই ওই রাজ্যে তাদের সদরদফতর স্থাপন করেছে। ফলে সেখানে ব্যাপক বিনিয়োগও হয়েছে।
তিনি বরেন, এই রাজ্যে জীবনযাত্রার ব্যয় মানানসই, অপরাধর হার কম, উত্তর-পশ্চিম অংশে বিশাল সবুজ স্পেস রয়েছে।
আর যেসব রাজ্য থেকে বেশি বেশি লোক অন্য স্থানে সরে গেছে, তার মধ্যে শীর্ষে আছে লুইসিয়ানা। এখানে চাকরি পাওয়া কঠিন হওয়ায় এবং  জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এখানে লোকজন থাকতে চাচ্ছে না।
এই তালিকায় এর পরে রয়েছে ক্যালিফোর্নিয়া, ইলিনয়স, সাউথ ডাকোটা ও নিউ ইয়র্ক।
সবচেয়ে জনবহুল ও ব্যয়বহুল রাজ্য ক্যালিফোর্নিয়া, ইলিনয়স, নিউ ইয়র্ক থেকে লোকজন সরে গেছে অনেক বেশি হারে।
 

শেয়ার করুন: