
ছবি: সংগৃহীত
প্রায় ৪০০ মিলিয়ন ডলারের ফেডারেল তহবিল হাতছাড়া হওয়ার ঝুঁকি এড়াতে মাস্ক নিষিদ্ধ করা এবং ক্যাম্পাসে ইসরাইলবিরোধী বিক্ষোভ ব্যাপকভাবে মন করাসহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯ ফা দাবির কাছে নতি স্বীকার করার কথা ভাবছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
আইভি লিগ স্কুলটি বৈষম্যবিরোধী আইন অনুসরণ করতে ব্যর্থ হয়েছে মর্মে অভিযোগ উত্থাপন করে ট্রাম্প প্রশাসন চলতি মাসের ঘোষণা করে যে তারা মঞ্জুরি ও চুক্তিগুলো ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে। এসব মঞ্জুরি ও চুক্তির মূল্যবান যুক্তরাষ্ট্রের করদাতাদের তহবিলের প্রায় ৮ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ নিয়ে বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। কেউ কেউ ট্রাম্প প্রশাসনের শর্ত মেনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ নৈতিকতা বিসর্জন দিতে এবং শিক্ষা ক্ষেত্রে স্বাধীনতা হারানোর বিরুদ্ধে মত প্রকাশ করেছেন।
তবে এ ব্যাপারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।
অবশ্য, কেবল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ই ট্রাম্প প্রশাসনের তোপের মুখে পড়া একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান নয়। শিক্ষা বিভাগ ১০ মার্চ ৬০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়কে সেমিটিকবিরোধী বৈষম্য এবং ক্যাম্পাসে হয়রানি করা প্রশ্নে ভবিষ্যতের ফেডারেল তহবিল বন্ধ করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে।