শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

টিকা কেনার দরপত্রে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ১৪ জুলাই ২০২৪

টিকা কেনার দরপত্রে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি

ছবি: সংগৃহীত

প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা ক্রয়সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্ত করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা ক্রয়সংক্রান্ত দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ পাওয়ায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন বি এম কবীরুল হক, নুরউদ্দিন চৌধুরী এবং মশিউর রহমান মোল্লা। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া কোটাপদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্তটি আদালতের বিবেচনাধীন থাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের চলমান নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখার সুপারিশ করে সংসদীয় কমিটি।সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের টিকা ক্রয়ের জন্য একটি দরপত্র আহ্বান করা হয়। সেখানে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি।তদন্ত কমিটির প্রধান কবিরুল হক প্রথম আলোকে বলেন, তাঁরা দু–এক দিনের মধ্যে তদন্তের কাজ শুরু করবেন। তখন এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।সংসদীয় কমিটির সভাপতি শ ম রেজাউল করিমের সভাপতিত্বে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান, বি এম কবিরুল হক, ছোট মনির, নুর উদ্দিন চৌধুরী, মো. রশীদুজ্জামান, মোশতাক আহমেদ রুহী, মশিউর রহমান মোল্লা ও আশিকা সুলতানা বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন: