ছবি: সংগৃহীত
মর্টগেজ রেট কমায় নি¤œ আয়ের লোকদের নিউইয়র্ক সিটিতে সাশ্রয়ী দামে বাড়ি কেনায় সুবিধা হয়েছে। মর্টগেজ রেট কমতে থাকায় এই নগরীতে নি¤œ আয়ের লোকদের বাড়ি কেনার হার যুক্তরাষ্টের জাতীয় হারের চেয়ে বেশি বলে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পরিসংখ্যানে দেখা গেছে, নিউইয়র্ক সিটিতে বাড়ি কেনার জন্য ন্যূনতম আয় দরকার ২০২৪ সালের আগস্টে ছিল ২১১,৯৭০ ডলার। এটি জাতীয় বাজারের চেয়ে তিনগুণ বেশি হলেও এক বছর আগের চেয়ে তাতে উন্নতি হয়েছে। ২০২৩ সালের আগস্টে প্রয়োজন ছিল ২২২,৫৯৫ ডলার।
প্রতিবেদনে বলা হয়, ক্রেতাদের দরকষাকষির শক্তি বাড়ছে। গত বছরের চেয়ে এবার দাম কমছে। অর্থাৎ হাঁকানো দাম কমছে। আর তা কমতেই থাকবে।
বরোগুলোর আলোকে বলা যায়, ম্যানহাটানে গড় দাম সবচেয়ে বেশি। সেখানে বাড়ি কেনার সক্ষমতার জন্য প্রয়োজন ৩০৮,৪৪৯ ডলার। দ্বিতীয় স্থানে আছে ব্রুকলিন। সেখানে দরকার ২১২,৩৭৫ ডলার। আর স্ট্যাটান আইল্যান্ড তৃতীয় স্থানে আছে ১৫১,৪৮৩ ডলার নিয়ে। কুইন্স আছে এরপরই। তাদের দাম ১৩৬,৫২৭ ডলার। বঙ্কস সবচেয়ে কম গড় দামে অবস্থান করছে। সেখানে তা মাত্র ৭৩,৮২৬ ডলার।