ছবি: সংগৃহীত
নিউইয়র্কের সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের পিতা কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শামশুল আলম নিজ বাড়িতে গত ৩ জানুয়ারি, শুক্রবার ভোর সাড় ৫ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। ওই দিন জুমার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিকে মরহুমের মৃত্যুতে কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।