বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১০:০২, ১৫ জানুয়ারি ২০২৫

১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমেদ। আগামী বুধবার তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমনাবন্দরে পৌঁছাবেন।

আবু সাঈদ জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবাসে প্রতিবাদে সোচ্চার ছিলাম। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হতো। বাংলাদেশে আসলে জীবনের হুমকি ছিল। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আমি আমার জন্মভূমি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী ১৫ জানুয়ারি বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সযোগে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করব। একই ফ্লাইটে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের আরও কয়েকজন নেতা দেশে ফিরবেন।আবু সাঈদ আরও জানান, তিনি গত ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। পাশাপাশি জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র শাখার গত ১৭ বছর ধরে সাধারণ সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ‍্য সাবেক আন্তর্জাতিক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়) ছিলেন।

শেয়ার করুন: