
ছবি: সংগৃহীত
কাস্টমার সার্ভিস উন্নতি এবং অ্যাকাউন্ট এক্সেস স্ট্রিমলাইনিংয়ের জন্য ই-জিপাস ওয়েবসাইট এবং টোলস এনওয়াই মোবাইল অ্যাপস ছয় দিন অফলাইনে থাকবে। বুধবার রাত থেকেই ওয়েবসাইটটি ডাউনটাইমে থাকবে।
সিস্টেমটি ১৪ এপ্রিল সোমবার রাত ১১.৫৯-এ আবার চালু হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সময়ের মধ্যে ওয়েবসাইটটির ডিজাইন নতুন কওে করা হবে। এতে ই-জেডপাস এবং মেইলের মাধ্যমে টোলস সার্ভিস একীভূত করা হবে।
এয়াড়া লাইভ চ্যাট, অ্যাপেল পে, গুগল পে অবশন, অনলাইন বিজনেস অ্যাকাউন্ট সেটআপ ইত্যাদিও এতে থাকবে।
ঘালনাগাদ করার পর টোল বিল আর টোলসবাইমেইলএনওয়াই ডট কমের মাধ্যমে পরিশোধ করার দরকার পড়বে না। সাইটটি স্বয়ংক্রিয়ভাবেই ই-জেডপাস সাইটে চলে যাবে।