বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে লোক  সংগীত উৎসব ১৪ জুলাই 

নিউইয়র্ক

প্রকাশিত: ১৭:৩৬, ৫ জুলাই ২০২৪

নিউইয়র্কে লোক  সংগীত উৎসব ১৪ জুলাই 

ছবি - নবযুগ

‘শেকড়হীন যেমন গাছ বাঁচেনা তেমনই লোক সংস্কৃতি ছাড়াও একটি দেশ ও জাতি বাঁচতে পারে না’। জাতিগত এই চেতনা ও আত্মপরিচয়ের সংকট মোচন করতে আগামী ১৪ জুলাই, রোববার বিশ্বের ১৫ টি দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে নিউইয়র্কে বেঙ্গলী ক্লাব ইউ এস এ  দ্বিতীয় বারের মত আয়োজন করছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব।

গত মঙ্গলবার জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা দাবী করেছেন, নিউইয়র্কের সবচেয়ে বড় বহুজাতিক লোক সংগীতে ও সংস্কৃতির মিলনক্ষেত্র হবে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা। আগামী ১৪ জুলাই এখানে অনুষ্ঠিত উৎসবে অংশ নেবেন আমেরিকা, বাংলাদেশ, নেপাল, উজবেকস্থান, আজারবাইজান , ঘানা , গায়ানা, তুরস্ক . ভারত , জাপান , চীন , ইংল্যান্ড , থাইল্যন্ড , সাউথ আফ্রিকা ও পশ্চিম আফ্রিকার প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পীরা।অনুষ্ঠান পরিচালনা করেন নেপালী কমিউনিটির জেপিকে ফাউন্ডেশন এর সভাপতি সোমনাথ ঘিমরে। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লোকসংগীত উৎসব নিউইয়র্ক ২০২৪ এর আহবায়ক সুশীল সিনহা, সদস্য সচিব ইন্দ্রজিৎ সরকার, বাঙ্গালী ক্লাব ইউএসএ এর প্রেসিডেন্ট দীনেশ চন্দ্র মজুমদার, ওয়ার্ল্ড ইয়োগা কমিটির সভাপতি দিলীপ থামকাপান, বহ্নিশিখা সংগীত একাডেমির সভাপতি সবিতা দাস, রবীন্দ্র একাডেমির সভাপতি ড. রুমা চৌধুরীসহ বিভিন্ন দেশের সংগীত শিল্পীরা ।
 

শেয়ার করুন: