বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মেম্বারশিপ জটিলতা বিলম্ব হতে পারে চট্টগ্রাম সমিতির  তফশিল ঘোষণা 

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯:১৭, ১১ আগস্ট ২০২৪

মেম্বারশিপ জটিলতা বিলম্ব হতে পারে চট্টগ্রাম সমিতির  তফশিল ঘোষণা 

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক (চট্টগ্রাম সমিতি) এর নির্বাচনের তফশিল ঘোষণা পেছাতে পারে। গত ১৪ জুন নির্বাচন কমিশন গঠন হওয়ার পর কমিশন নির্বাচনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করলেও তফশিল ঘোষণার শেষ মুহুর্ত্বে এসে জটিলতায় পড়তে হয়েছে। গত রোববার, ৪ আগস্ট ব্রুকলিনস্থ নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করে। সভায় এক জন সদস্যের লাইফ মেম্বারশিপ নিয়ে জটিলতা দেখা দেয়। কিন্তু সে জটিলতা নির্বাচনের তফশিল ঘোষণাকে কিছুটা বাধাগ্রস্ত করতে পারে। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার  শেখ মোহাম্মদ খালেদ।

বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রুহুল আমিন প্রকাশ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ হারুন (সেলিম), নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল হান্নান চৌধুরী, নির্বাচন কমিশনার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। মতবিনিময় সভায় সংগঠনের সাবেক নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা দায়িত্ব নেয়ার পর থেকে তাদের কার্যক্রম তুলে ধরেন। নির্বাচন কমিশনার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচন কমিশনের নানা উদ্যোগ এবং অন্তবর্তীকালীন কমিটির সঙ্গে মতবিনিময়সহ আলোচনার বিষয়গুলো অবহিত করেন। কমিশনার মোহাম্মদ হারুন (সেলিম) আসন্ন নির্বাচনের সম্ভাব্য বাজেট ও নমিনেশন ফি, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন নির্বাচনের তফশিল ঘোষণার পর অফিস সময় নিয়ে কথা বলেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল হান্নান চৌধুরী, সম্ভাব্য ভোট কেন্দ্র এবং ভোটিং প্রসেস নিয়ে আলোচনা করেন। প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 
মতবিনিময় সভায় প্রার্থীদের নমিনেশিন ফি কমানো এবং নির্বাচন পরিচালনার বাজেট কমাতে অনেস্ট ব্যালেটের বিকল্প চিন্তা করারও পরামর্শ দেন। সভায় একজন সদস্যের লাইফ মেম্বার নিয়ে জটিলতা দেখা দেয়।   
এদিকে গত ৬ আগস্ট রাতে নির্বাচন কমিশনের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ৪ আগস্ট অনুষ্ঠিত বৈঠকের সৃষ্ট পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভায় নির্বাচনের সম্ভাব্য তফশিল নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের কমিশনের সভায় সকলে একমত হয়েছে যে, গত ৪ আগস্ট মতবিনিময় সভায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে শিগগিরই যে তফশিল ঘোষণার চিন্তা করা হচ্ছিল তা পেছানোর কোন বিকল্প দেখা যাচ্ছে না। জানানো হয়েছে। আমরা আশা করছি অন্তবর্তীকালীন কমিটি জটিলতার বিষয়টি নিরসন করলেই  দ্রুত নির্বাচনের তফশিল ঘোষণার সব প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশনার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর পবিত্র ওমরা পালনের জন্য আগামী ১৮ আগস্ট পর্যন্ত সৌদি অবস্থান করবেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন সভায়। উল্লেখ্য, অন্তবর্তীকালীন কমিটি যে ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে দিয়েছে তাতে সাধারণ সদস্য ২৬৬৩ এবং লাইফ মেম্বার ২৩২।
 

শেয়ার করুন: