বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সোমবার, ৫ আগস্ট অপরাহ্নে এ ঘটনা ঘটে

চাপের মুখে নামানো হলো  বঙ্গবন্ধু ও হাসিনার ছবি

নিউইয়র্ক 

প্রকাশিত: ১৯:২৩, ১১ আগস্ট ২০২৪

চাপের মুখে নামানো হলো  বঙ্গবন্ধু ও হাসিনার ছবি

ছবি - নবযুগ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস থেকে বিক্ষুব্ধ প্রবাসীদের চাপের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলা হয়েছে। সোমবার (৫ আগস্ট) অপরাহ্নে এ ঘটনা ঘটে। সেই সময় বঙ্গবন্ধুর ছবি দেয়াল থেকে নামানো ছাড়াও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত অন্যান্য ছবি ও বইপত্র এব নৌকার ক্রেস্টও সরিয়ে ফেলা হয় সেলফ থেকে। খবর ইউএনএ’র। 

ঘটনার সময় ২০/২৫ জন বিক্ষুব্ধ নর-নারী সিটির এস্টোরিয়াস্থ (লং আইল্যান্ড সিটি) কনস্যুলেট অফিসের সামনে গিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। এসময় তাদের বাধা দেয়া হলে তারা জোর পূর্বক কনস্যুলেটের ভিতরে প্রবেশ করেন। এর আগে কনস্যুলেট থেকে বিষয়টির ব্যাপারে নিউইয়র্ক সিটি পুলিশ-কে কল করা হলেও পুলিশ আসার আগেই বিক্ষুব্ধ প্রবাসীরা জোরপূর্বক অফিসের ভিতরে ঢুকে তারা কনসাল জেনারেল নাজমুল হুদার রুমে প্রবেশ করে এই রুমের দুই দেয়ালে টাঙানো বঙ্গবন্ধুর দুটি ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলতে বলেন। এসময় কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা বলেন, সরকারি নির্দেশ পেয়েই শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়েছে। আর সরকারি নির্দেশ ছাড়া বঙ্গবন্ধুর ছবি নামানো যাবে না বললে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠে এবং বঙ্গবন্ধুর ছবি নামানোর জোর দাবী জানান। একপর্যায়ে বিক্ষোভকারীদের চাপের মুখে ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান নিজেই শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলেন। এসময় বিক্ষুব্ধ প্রবাসীরা বঙ্গবন্ধুর ছবি ছাড়াও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত অন্যান্য ছবি ও বইপত্র সরিয়ে নেয়। 
পরবর্তীতে বিক্ষুব্ধ প্রবাসীদের একজন কনস্যুলেটের কর্মকর্তাদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারণ করে বলেন যে, তারা বিষয়টি নজরে রাখবেন এবং পরর্তীতে আবার যদি বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো হয় তবে তার জন্য অসুবিধা হবে বলে জানান।  
তবে বিক্ষুব্ধ প্রবাসীরা কনস্যুলটে হট্টগোল করলেও তারা হামলা কিংবা কোন ভাংচুর করেনি। এছাড়াও বিক্ষোভকারীরা একটি লিফলেট কনসাল জেনারেলের কাছে হস্তান্তর করেন বলে কনস্যুলেট অফিস সূত্রে জানা গেছে। 
 

শেয়ার করুন: