সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ 

মোস্তাক হোসেনের  সাথে মতবিনিময়

নিউইয়র্ক

প্রকাশিত: ১৯:০০, ৬ সেপ্টেম্বর ২০২৪

মোস্তাক হোসেনের  সাথে মতবিনিময়

ছবি: সংগৃহীত

সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের উদ্যোগে সাবেক ডাকসুর জিএস মোস্তাক হোসেনের সাথে মতবিনিময় করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৮টায় এস্টোরিয়া হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ডা: মুজিবুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ডাকসুর জিএস এবং বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক হোসেন। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাব উদ্দীন।

বক্তব্য রাখেন  এডভোকেট মুজিবুর রহমান, মোল্লা মনিরুজ্জান, মুজাহিদ আনসারি, লিগ্যাল কনসালটেন্ড মুজিবুর রহমান, প্রোগ্রেসিভ ফোরামের জাকির হোসেন বাচ্চু ও আলীম উদ্দিন, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , মোশাররফ খান, এমএস আলম, মোহাম্মদ সোহায়েল, আব্দুর রহিম প্রমুখ।জুলাই -আগষ্টের ছাত্র গণ অভ্যুত্থানে সহস্রাধিক শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোস্তাক হোসেন বলেন, বিগত সরকারের কার্যকলাপে আন্তর্জাতিকভাবে সবাই ছিল অত্যন্ত বিরক্ত, বন্ধুহীন হয়ে পড়েছিল। দ্রব্যমূল্য উর্ধগতির কারণে গরীব মানুষ খুব কষ্টের মধ্যে ছিল। সীমাহীন ঘুষ, দুর্নীতি , শেয়ার বাজার ও ব্যাংকগুলো লোপাট করে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে।
 

শেয়ার করুন: