ছবি - নবযুগ
শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম সুস্থ হয়ে উঠছেন। গত মঙ্গলবার স্টোক করে তিনি এলমাহাস্ট হাসপতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। পরে তারা জানান, আলমগীর খান আলম শঙ্কামুক্ত।
আলমগীর খান আলমের অসুস্থতার খবরে কমিউনিটির অনেকেই তাকে দেখতে হাপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। তার ঘনিষ্টজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আলমগীর খান আলমের সুস্থতা কামনা করেন।
আলমগীর খান আলম নিউইয়র্কে দুই যুগ ধরে শোটাইম মিউজিকের মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখছেন।