ছবি - নবযুগ
যুক্তরাষ্ট্রস্থ প্রবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ ইনক এর উদ্যোগে বাংলাদেশের বন্যাদুর্গত এলাকার মানুষদের সাহায্যার্থে ৭ লক্ষ টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। পরে তহবিলের সমুদয় অর্থ সানম্যান এক্সপ্রেস মানিটান্সফার কোম্পানীর মাধ্যমে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়।
গ্লোবাল এন ওয়াই ট্রাভেলস-এর অফিসে সমিতির কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই টাকা প্রেরণ করা হয়। এসময় কমিটির পক্ষ থেকে সকলকে বন্যার্তদের দান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খাঁন, সাবেক সভাপতি মিজ্জা মনিরুজ্জামান শামীম, সাবেক সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাবেক সভাপতি ইকতারুজ্জামান রতন, মোঃ হুমায়ুন খান, সহ- সভাপতি মানিক বাবু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা তপন, প্রচার সম্পাদক মোঃ খোরশেদ অলমসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।