শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আহলে সুন্নাত ওয়াল জামাত’র  ঈদে মিলাদুন্নবী কনভেনশন

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৪৪, ৪ অক্টোবর ২০২৪

আহলে সুন্নাত ওয়াল জামাত’র  ঈদে মিলাদুন্নবী কনভেনশন

ছবি - নবযুগ

নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কনভেনশন ২০২৪ গত ২২ সেপ্টেম্বর, রোববার অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকার আল-আকসা পার্টি হলে যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে এদিন মাগরিব থেকে রাত ১১ টা পর্যন্ত এ কনভেনশন অনুষ্ঠিত হয়। পর্দা সহকারে মহিলা সহ বিপুল সংখ্যক নবী প্রেমিক এতে যোগদান করেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোসাদ্দেক আহম্মদ, হাফিজ জোবায়ের আহম্মদ রাজু। নাতে রাসুল পরিবেশন করেন, মৌলানা সফিকুল আজম কোরাইশি, এটর্নী মাঈন চৌধুরী। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী।

বিশেষ বক্তা ছিলেন হযরত আল্লাম সৈয়দ সাজেদুল হক (মা:জি:আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: খন্দকার আব্দুল্লাহ, ডিপুটি ইন্সপেক্টর এনওইপিডি, ব্যারিষ্টার আবু সাঈদ  মো: কাশেম, এটর্নী মঈন চৌধুরী । আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা আতাউর রহমান ও কে এম হাসনাত পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের: মৌলানা আতাউর রহমান , আলজাজ্ব মো: ইকবাল হোসেন, আলহাজ্ব সৈয়দ জামিন আলী, আলহাজ্ব মো: আসলাম হাবীব, হাজী এসকান্দর মিয়া, আরিফ চৌধুরী, মুরাদুল আলম চৌধুরী, শাহ আলম, ওসমান গনি তালুকদার, শাহ জাকারিয়া, আলহাজ্ব নজমুল খান, মো: মাহবুব, আব্দু হক, সৈয়দ ইসহাক আলী, মো: শাহজাহান, আকিকুর রহমান ফারুক বদরুল হক, মনির আহমেদ, সৈয়দ বশারত আলী, আবু তাহের, নুরুল আজিম, আব্দুর রহমান, আব্দুর রহীম, মো: ইমতিয়াজ, মাসুদ সিরাজী, খোরশেদ খন্দকার, মাওলানা নুরুন নবী, পুলিশ অফিসার হাসনাত, জসীম ইউ আহমেদ, আবু তালেব চান্দু, জায়নাল আবেদীন, রাজা মিয়া, আবুল কালাম, ইসকান্দর হাসেমী, সাফাজ, আবু সালেহ, সৈয়দ ইসহাক, এম এ জাফর, মো: ইয়াহিয়া হোসেন, রানা তালুকদার,  আমির আলী, হামিদ, আবুল হোসেন, কবির আহম্মদ, মাকসুদুল হক চৌধুরী, ইকবাল হোসেন, আবুল হোসেন, এডভোকেট হামিদ, মো: আরিফ চৌধুরী, মো: তামিম, মহসিন  প্রমুখ।
 

শেয়ার করুন: