শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

চট্টগ্রাম সমিতির নির্বাচন

মাকসুদ-মাসুদ পরিষদের সভায়  ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৩, ১১ অক্টোবর ২০২৪

মাকসুদ-মাসুদ পরিষদের সভায়  ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

ছবি - নবযুগ

চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচনে প্রতিদন্দ্বী প্যানেল মাকসুদ-মাসুদ পরিষদের পরিচিতি সভা গত রোববার সন্ধ্যায় ওজন পার্কের আবদুল্লাহ ব্যাস্কুয়েট হলে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মোহাম্মদ জাফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মো. আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য চট্টগ্রাম সমিতির ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান সিরাজী।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট অ্যাকাউন্টেন্ট সরওয়ার জামান চৌধুরী সিপিএ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাতা সদস্য হাসান চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, সাবেক উপদেষ্টা ও সাবেক যুগ্ম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী শফিউল আলম, মিরসরাই সমিতির উপদেষ্টা সেলিম চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক মেহবুবর রহমান বাদল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. জসিম উদ্দীন, সাধন কর, মিরসরাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান, মিরসরাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিল্টন, মিরসরাই সমিতি ইউএসএ এনএর উপদেষ্টা হাফিজ উদ্দীন, জয়নাল আবেদিন জাহাঙ্গীর, সাতকানিয়া সমিতির সভাপতি মো. আবুল কাসেম, আনোয়ারা বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি আবদুল হাই জিয়ার সহোদর আবু মুছা, মিরসরাই সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন ভুঁইয়া, আজীবন সদস্য নাছির উদ্দীন নাদের, কক্সবাজারের কৃতীসন্তান মোহাম্মদ মন্নান, আবদুল হামিদ, আনোয়ার চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের আবদুল হালিম, মহিউদ্দীন, মোহাম্মদ মিল্লাত, লুলু বডুয়া প্রমুখ।
 
বক্তব্য পর্বের মাঝামাঝি সময়ে বিপুলসংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থিতিতে মাকসুদ-মাসুদ পরিষদের প্রার্থীদের । সভায় অথিতিবৃন্দ ছাড়াও সভাপতি প্রার্থী মাকসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ সিরাজী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মুকতাদির বিল্লাহ ও সহ-সভাপতি প্রার্থী মওলানা আইয়ুব আনসারী বক্তব্য রাখেন। 


বক্তারা চট্টগ্রাম সমিতির দীর্ঘদিনের অনিয়ম তুলে ধরে বলেন, এবারের নির্বাচনে যোগ্য, মেধা ও অভিজ্ঞ তরুণ প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে অন্যত্থায় চট্টগ্রাম সমিতি অতীতের মতো পুনরায় গর্তে পড়ে যেতে পারে। সংগঠনকে সাংগঠনিকভাবে চালাতে হলে আগামীদিনে মাকসুদ-মাসুদ পরিষদের বিকল্প নেই। তারা আরো বলেন, নোংরামি করে সংগঠনের উন্নয়ন কিংবা মানুষের কল্যাণ করা যায় না, তার জন্য দরকার সততা, নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা। মাকসুদ-মাসুদ পরিষদের সব প্রার্থীর অদম্য সাহস ও দক্ষতা নিয়ে চট্টগ্রাম সমিতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অন্যদিকে এজন্য পরিষদে যারা আছেন, তাদের অতীত কার্যক্রম থেকে বোঝা যায়, তারা তাদের অতীতের দায়িত্বসমূহ সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন। প্রার্থীরা একটি বার তাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য সব চট্টগ্রামবাসীর প্রতি বিনীত আবেদন জানান। 
 

শেয়ার করুন: