বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সভাপতি প্রার্থী  মোহাম্মদ আবু  তাহের অসুস্থ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৭, ১৮ অক্টোবর ২০২৪

সভাপতি প্রার্থী  মোহাম্মদ আবু  তাহের অসুস্থ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকার আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী আবু তাহের গুরুতর অসুস্থ। নির্বাচন উপলক্ষে গত সোমবার নির্বাচনী প্রচারনা সভা ছিলো পেনসেলভেনিয়ার আপার ডারবি এলাকায়।

সভায় বক্তব্য দেয়ার সময় মোহাম্মদ আবু তাহের অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে উপস্থিত নেতৃবৃন্দ ৯১১  কল করেন। প্যারামেডিক্স টিম প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাহেরকে স্থানীয় হাসাপাতলে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। পরিবার এবং প্যানেলের পক্ষ থেকে তাহেরের জন্য দোয়া চাওয়া হয়েছে। 
 

শেয়ার করুন: