বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে সবার জন্য  উন্মুক্ত ‘থিয়েটার  ওয়ার্কশপ‘

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:২২, ১৫ নভেম্বর ২০২৪

নিউইয়র্কে সবার জন্য  উন্মুক্ত ‘থিয়েটার  ওয়ার্কশপ‘

ছবি: সংগৃহীত

অভিনেতা খাইরুল ইসলাম পাখির তত্ত্বাবধানে নিউইয়র্কে আত্মপ্রকাশ করছে নতুন নাট্য দল ‘থিয়েটার সেভেন্টি ওয়ান‘(ঞযবধঃবৎ৭১)। এ উপলক্ষে ‘থিয়েটার সেভেনটি ওয়ান’এর উদ্যোগে আগামী ৭ ও ৮ ডিসেম্বর ২০২৪, এই দুই দিনব্যাপী হতে চলেছে প্রশিক্ষণ কর্মশালা। যেটি কিনা সবার জন্যই উন্মুক্ত। আগ্রহীদের অতিসত্বর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

 এই ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে থাকছেন প্রতিভাবান সব নাট্যকর্মী ও সংস্কৃতি জনেরা। রয়েছেন- তৌকির আহমেদ, লুৎফুন নাহার লতা, বিপাশা হায়াত, শিরিন বকুল, আহকাম উল্লাহ, বন্যা মির্জা, রোকেয়া রফিক বেবী, শামসুল আলম বকুল, মিথুন আহমেদ, ও সারোয়ার হারুন। দুই দিনই সকাল ১০টায় শুরু হবে এই প্রশিক্ষণ কর্মশালা, শেষ হবে বিকেল ৫টায়।
মঞ্চনাটক ভালোবাসেন এবং যারা মঞ্চে কাজ করতে আগ্রহী তারা সবাই এই সুবর্ণ সুযোগটি নিতে পারেন।
 থিয়েটার ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে- ১৪৮- ৪৬ হিলসাইড এভিনিউ (দোতলা), জামাইকা, নিউইয়র্ক- ১১৪৩৫, এই ঠিকানায়। নিজেদের পরিচয় সহ আগ্রহীগন টেক্সট ও ইমেইলে যোগাযোগ করুন- 
৯২৯ ৩৬৫ ৮৬৫০, ৬৪৬ ৩০১ ৮১০১, ঃযবধঃবৎ৭১পড়ৎঢ়@মসধরষ.পড়স
ওয়ার্কশপটির সমন্বয়কারী হিসেবে থাকছেন সিনিয়র নাট্যকর্মী সুলতান বোখারী এবং ওয়ার্কশপের পরিচালক হিসেবে থাকছেন খাইরুল ইসলাম পাখি। 
‘সাপ্তাহিক নবযুগ‘ ও ‘কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইন্ক‘- এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই থিয়েটার ওয়ার্কশপ।
 

শেয়ার করুন: