বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইউএসবিসিসিআই’র উদ্যোগে তৃতীয় বিজনেস এক্সপো 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৭, ২৯ নভেম্বর ২০২৪

ইউএসবিসিসিআই’র উদ্যোগে তৃতীয় বিজনেস এক্সপো 

ছবি - নবযুগ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা উন্মোচনে একটি বড় সাফল্যের সাক্ষী হলো ‘তৃতীয় বার্ষিক বিজনেস এক্সপো-২০২৪’। ‘ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’(ইউএসবিসিসিআই)’র উদ্যোগে গত ২৩ নভেম্বর নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে এই বিজনেস এক্সপো অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই ইভেন্টের থিম ছিল: বাজারের ব্রিজিং, সুযোগের চাষ এবং ব্যবসায়িক সম্প্রদায়ের সংযোগ স্থাপন। থিমের ওপর ভিত্তি করে ইভেন্টটি ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশল নিয়ে কাজ করেছে।  

বিজনেস এক্সপোতে ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা বাংলাদেশ-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব এবং নতুন দিক সম্পর্কে দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। বিভিন্ন পর্বে গবেষণা ও পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন- হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট ও সিইও লিটন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স’র প্রেসিডেন্ট মার্ক জাফ, কুইন্স চেম্বার অব কমার্স’র প্রেসিডেন্ট টমাস জে গ্রেচ, নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসান, নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬-এর অ্যাসেম্বলিম্যান জোহরান কে মামদানি প্রমুখ। তারা সকলেই এই এক্সপোর প্রশংসা করেন এবং নানাবিধ কারণে বাংলাদেশের সাথে আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক ক্রমান্বয়ে জোরদার হচ্ছে বলে উল্লেখ করেন। বিশেষ করে নতুন ব্যবসায়ীরা এই এক্সপো-কে অন্যতম অবলম্বন হিসেবে মনে করছেন বলে অনেকে উল্লেখ করেন।


নিউইয়র্কে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের নির্বাহী উপদেষ্টা জেনি লো এক সেমিনারে অংশ নিয়ে বলেন, বাংলাদেশি নারী ব্যবসায়ীরা কোনও উদ্যোগ নিলে সহজেই প্রয়োজনীয় ঋণ পাবেন। সংখ্যালঘু ব্যবসায়ীদের জন্য বিরাজমান সুযোগ-সুবিধা নিয়ে এই সিটির শত-সহস্র নারী ইতোমধ্যেই স্বাবলম্বী হয়েছেন। বাংলাদেশি উদ্যমী নারীরাও সে সুযোগ নিতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি নিয়ে প্যানেল আলোচনায় মডারেটর ছিলেন মফিজুল ইসলাম। এ পর্বে বিস্তারিত আলোকপাত করেছেন শাহেদ ইসলাম (সিইও, এসজে ইনোভেশন), সিয়াম হোসেন (সিইও, আলগোরিজিন) এবং মোহাম্মদ জামান (টেকনোলজি বিশেষজ্ঞ)। শত-সহস্র উদ্যোক্তা-ব্যবসায়ীর সরব উপস্থিতির এ এক্সপোতে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজ সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেন খলিলুর রহমান (প্রেসিডেন্ট ও সিইও, খলিল বিরিয়ানি হাউস)।
 
উল্লেখ্য, খুলনার সন্তান খলিলুর রহমান কয়েক বছরের ব্যবধানে রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে নিজের খ্যাতি নিউইয়র্কের সীমানা ছাড়িয়ে সারা আমেরিকায় বিস্তৃত করেছেন। গ্রাহকের রুচির পরিপূরক বাঙালি খাদ্যের পাশাপাশি বহুজাতিক সমাজের চাহিদার সাথে সঙ্গতি রেখে নানা আয়োজন করে খলিল বিরিয়ানি হাউজের ব্যবসায়িক প্রসার ঘটছে ঈর্ষণীয়ভাবে। এ সময় ব্যবসার জন্য অর্থায়ন পেতে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের ঋণের সুযোগ এবং প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা হয়। মডারেটর ছিলেন সিপিএ আহাদ আলী এবং আলোচনায় অংশ নেন লিসা পিনহাস (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিটিজেন্স ব্যাংক), ইসমাইল আহমেদ (সিইও, আইআর ই কমার্স)। সমাপনী পর্বে ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট লিটন আহমেদ বলেন, “এই এক্সপো আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা এই সফল আয়োজনের জন্য গর্বিত এবং ভবিষ্যতে আরও বড় আকারে এটি আয়োজনের পরিকল্পনা করছি। ইউএসবিসিসিআই ইতোমধ্যে চতুর্থ বার্ষিক বিজনেস এক্সপো ২০২৫-এর পরিকল্পনা শুরু করেছে বলেও উল্লেখ করেন লিটন আহমেদ।
 

শেয়ার করুন: