ছবি - নবযুগ
এটিভি ইউএসএ’র ওয়েব পোর্টাল ও অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। গত রোববার জ্যামাইকার আশা পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পোর্টাল ও অ্যাপসের উদ্বোধন করেন কনসাল জেনারেল মো. নাজমুল হুদা।
বক্তব্য রাখেন আশা গ্রুপের প্রেসিডেন্ট আকাশ রহমান, সাংবাদিক কৌশিক আহমেদ, সাংবাদিক ওয়াজেদ এ খান, সাংবাদিক শাহাব উদ্দিন সাগর, ফাহাদ সোলায়মান, আবুল কাশেম, আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান, খালিল বিরিয়ানির কর্র্ণধার খলিলুর রহমান, অভিনেতা নিরব, দেবাশিস বিশ্বাস, লিটু আনাম প্রমুখ।
আকাশ রহমান বলেন, এই অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের মানুষ এটিভি ইউএসএ দেখতে পাবেন।