বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নার্গিস আহমেদের প্রশংসা

দেশি সিনিয়র সেন্টারের  দশমবর্ষপূর্তি অনুষ্ঠান 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৪, ৬ ডিসেম্বর ২০২৪

দেশি সিনিয়র সেন্টারের  দশমবর্ষপূর্তি অনুষ্ঠান 

ছবি - নবযুগ

ইন্ডিয়া হোম পরিচালিত বয়স্কদের বিনামূল্যে তত্ত্ববধানকারী সেবাধর্মী প্রতিষ্ঠান দেশি সিনিয়র সেন্টার ১০ বছর পূর্তি উদযাপন করেছে। গত সোমবার জ্যামাইকা মুসিলিম সেণ্টার মিলনায়তনে দেশি সিনিয়র সেণ্টার জ্যামাইকা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।  
প্রায় শতাধিক বয়স্ক নারী-পুরুষের অংশগ্রহনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিটি কাউন্সিল মেম্বার ররি ল্যাঞ্চম্যান, দেশি সিনিয়র সেন্টারের ডিরেক্টর দিল আফরোজ নার্গিস আহমেদ, ভিএনএস হেল্থ এর ডিরেক্টর সালেহ আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক নবযুগ সম্পাদকব শাহাব উদ্দিন সাগর, রোকেয়া আক্তার প্রমুখ।

নার্গিস আহমেদ তার বক্তব্যে বলেন, গত দশ বছর যেভাবে কমিউনিটির লোকজন সহযোগিতা করেছে দেশি সিনিয়র সেন্টারকে তার জন্য আমরা কৃতজ্ঞ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুমন। 
অনুষ্ঠানে সিনিয়র সিটিজেনরা কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন। দেশি সিনিয়র সেণ্টারের সহযোগিতা পার্টনার এনওয়াইসি ডিপার্টমেন্ট অব ইয়ুথ এন্ড কমিউনিটি ডেভলবমেন্ট, ইন্ডিয়া হোম ও এনওয়াইসি ডিপার্টমেন্ট ফর দ্যা এইজিং। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ভিএনএস হেল্থ। দশ বছর পূর্তি উলক্ষে অনুভব নামে একটি প্রকাশনা বের করা হয়। জামাইকার বয়স্ক নারী-পুরুষেরদের সেবা করার মধ্য দিয়ে দেশি সিনিয়র সেন্টার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর পাশাপাশি বয়স্কদের ইংরেজি, আরবী শিক্ষা, আর্ট এন্ড ক্রাফ্ট, ইত্যাদি শেখানো হয়। এই সেন্টারে সিনিয়ারা বেশ আন্দঘন সময় কাটান। অনুষ্ঠানে সবাই বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট নার্গিস আহমেদের প্রশংসা করেন। 
 

শেয়ার করুন: