ছবি: সংগৃহীত
পুলেসভিল হাই স্কুলের ছাত্র, খন্দকার ওয়াসি, ২০২৫ ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ তালিকায় স্থান পেয়েছে। ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ - ২০২৫ তালিকায় বংলাদেশের খন্দকার ওয়াসি। খন্দকার ওয়াসি, যে বাংলাদেশ থেকে এসেছে এবং মেরিল্যান্ডে বসবাস করে, ৫০৪টি পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০২২ সালে পাওয়া অলাভজনক ৫০৪ শুরু করেন (স্কুলগুলিতে নিউরোডাইভারজেন্ট আবাসনের জন্য ফেডারেল অর্থায়ন, যেমন টেক্সট-টু-স্পিচ টুলস)। অউঐউ-এর সাথে লড়াই করা একজন বন্ধুর দ্বারা অনুপ্রাণিত হয়, ওয়াসি ব্যক্তিগতভাবে এবং ভার্চুয়াল ওয়েবিনার এবং ওয়ার্কশপের মাধ্যমে ৫০টি রাজ্যে ১৯,৭০০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।
খন্দকার ওয়াসি পুলেসভিল হাই স্কুলের একজন সিনিয়র এবং বর্তমানে ১৯ হাজার শিক্ষার্থীর তত্ত্বাবধানে পাওয়া ৫০৪ এর নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছে। সে ‘শিক্ষ’ বিভাগে ২০২৫ ফোর্বসের ৩০ অনূর্ধ্ব ৩০ তালিকায় স্থান অর্জন করেছে। খন্দোকার ওয়াসি ঘড়াধঈৎুঢ়ঃ-এর একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং অ্যডভান্সমেন্ট কর্মকর্তা হিসেবেও কাজ করেছে, প্রায় ৯ হাজার শিক্ষার্থীর তত্ত্বাবধান করেছে এবং সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ডের কিশোর-কিশোরীদের আসন্ন গবেষণা প্রকল্প পরিচালনা করতে সহায়তা করেছে। সে খন্দকার মাহবুব ইলাহী ও তানিয়া শরমিন এর বড় ছেলে।