বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মাসিক ‘বর-কনে সমাবেশ’ শুরু  হচ্ছে

নিউইয়র্ক 

প্রকাশিত: ১৭:৩৭, ১০ জানুয়ারি ২০২৫

মাসিক ‘বর-কনে সমাবেশ’ শুরু  হচ্ছে

ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকায় বসবাসরত সচেতন পিতামাতা ও অভিবাবকদের বিশেষ অনুরোধে নতুন এই শুভ নববর্ষ-২০২৫ লগ্নে নিউইয়র্ক কাজী অফিসের ৩৪ তম বর্ষে ( ১৯৯১-২০২৫) পদার্পণ উপলক্ষে উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির সেবা আরোও এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশি কমিউনিটির একান্ত ও বিশেষ প্রয়োজনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সমাজে বা কমিউনিটিতে আর থাকবে না অনলাইন-অফলাইন ম্যাচ ম্যাকিং প্রতারণা ও বিড়ম্বনা। থাকবেনা ঘটকালির ব্যবসায়িক কোনো ঝামেলা কিংবা কোন প্রকারের কোনো চিটিং-বাটপারি।

কেননা, এমন সমাবেশে বিবাহ ইচ্ছুক বর-কনে উভয়ই একই টেবিলে বসে সরাসরি ও সামনা-সামনি কথা বলতে পারবেন একজন আরেকজনের সাথে। দেখে ও জেনে শুনে ( হালাল ডেটিং এর মাধ্যমে ) তাঁরা বেঁচে নিতে পারবেন তাদের কাঙ্খিত জীবন সঙ্গীকে। প্রয়োজনে সাথে নিয়ে আসতে পারবেন পিতামাতা কিংবা লিগ্যাল অভিবাবকেও।
উত্তর আমেরিকায় বসবাস রত বাংলাদেশি কমিউনিটিতে এই প্রথম যুগোপযোগী এমন আয়োজনের নাম দেয়া হয়েছে  “বর-কনে সমাবেশ বা দুলহা-দুলহান এক্সপো”  নতুন বছরের (২০২৫) জানুয়ারি মাস থেকে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই সমাবেশ বা এ্যাক্সপো। সময় সন্ধ্যো ৭ঃ০০ টা থেকে রাত ১১ঃ০০টা। অংশগ্রহণকারীদের জন্য ফ্রি ডিনারেরও ব্যবস্থা থাকবে। ইচ্ছুক বর-কনে বা প্রার্থীকে একটি নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে রেজিষ্ট্রি করতে হবে ই-মেইলে। আয়োজনের ব্যয় মিটাতে প্রতিবার বা একাধিক বার যোগদান করতে একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। তাছাড়া সমাবেশে যোগদানের জন্য অন্য আর কোনো হিডেন বা গোপনীয় ঘটকি ফিজ নেই। বিবাহ ইচ্ছুক সর্বনি¤œ ১৮ বছর বয়স থেকে উর্ধ্বের যে কোনো বয়সের অবিবাহিত-অবিবাহিতা কিংবা ডিভোর্সী যুবক-যুবতী, নারী-পুরুষরা এতে অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত বিবরণের জন্য ইমেইল ঠিকানা: য়ধুরয়ধুুড়ড়স@মসধরষ.পড়স ছাড়াও (৭১৮) ৪৯৬-৯৩৭৭ এই সেলফোন নং ও ওয়াটসাপে যোগাযোগ করা যেতে পারে।  থথথথথপ্রেস বিজ্ঞপ্তি।
 

শেয়ার করুন: