বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিশেষ সংখ্যা শিগগরই

পাঁচ পেরিয়ে ছয়ে  পা দিয়েছে নবযুগ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৯, ১০ জানুয়ারি ২০২৫

পাঁচ পেরিয়ে ছয়ে  পা দিয়েছে নবযুগ

ছবি: সংগৃহীত

পাঁচ পেরিয়ে ছয়ে পা দিয়েছে সাপ্তাহিক নবযুগ। ২০২০ সালের ১০ জানুয়ারি নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেছিল নবযুগ। ১৯২০ সালে নবযুগ প্রথম প্রকাশিত হয়।

প্রতিষ্ঠাতা ছিলেন শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কমরেড মুজফফ্র আহমদ। নবযুগ নানা প্রতিকূলতার মধ্যে টিকে ছিল কয়েক বছর। নবযুগ প্রতিষ্ঠার একশো বছর পর এ নামটি ধারণ করে বাংলাদেশের এক সময়ে আলোচিত কূটনৈতিক রিপোর্টার শাহাব উদ্দিন সাগর নিউইয়র্ক থেকে নতুন করে নবযুগ প্রকাশ করে। শিগররই ৬ষ্ঠবর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করবে নবযুগ। 
 

শেয়ার করুন: