বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ঢালিউড ফিল্ম এন্ড  মিউজিক অ্যাওয়ার্ডস  কাল শনিবার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৭, ১৭ জানুয়ারি ২০২৫

ঢালিউড ফিল্ম এন্ড  মিউজিক অ্যাওয়ার্ডস  কাল শনিবার

ছবি: সংগৃহীত

প্রতিবছরের ন্যায় এবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সর্ববৃহৎ বিনোদমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস। কাল শনিবার, ১৮ জানুয়ারি ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসছে ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশের শিল্পী ও কলা-কুশলীরা নিউইয়র্কে এসে যোগ দেবেন এ অনুষ্ঠানে। শো টাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানেও থাকবে নতুন চমক।

এবারের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব, পলাশ, অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূর, স্পর্শিয়া, লামিয়া লাম, খল অভিনেতা মিশা সওদাগর, অমিত হাসান, নায়ক ইমন, ঢাকাই চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রী শবনম বুবলি, প্রিয়দর্শিনী মৌসুমী, তরুণ প্রজন্মের হার্ট থ্রব অভিনেত্রী দিঘী, গায়ক সেলিম চৌধুরী, প্রতিক হাসান, বিন্দুকনা, লালন কন্যা লায়লা, প্রবাসী শিল্পী রানো নেওয়াজ, অংকন, জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরের জান।
শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান বলেন, ঢালিউডের ২৪তম এ আসর হবে বিশাল আয়োজনে। বিনোদন জগতে এক নতুন বিস্ফোরণের মতো হবে বলে আশা করছেন তিনি। নিউইয়র্ক আসছেন ঢালিউডের অধিকাংশ জনপ্রিয় সুপার স্টার। দর্শকের কথা বিবেচনা করে এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে হবে বলে তিনি জানান।
তিনি বলেন, বাংলাদেশ এবং বহির্বিশ্ব মিলিয়ে আনুমানিক ২০ জন তারকা ২৪তম ঢালিউডে যোগ দেবেন বলে তিনি আশাবাদী। ২৪তম ঢালিউড অ্যাওয়ার্ডস টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার, পাওয়ার্ড বাই রিভারটেল, গ্র্যান্ড স্পনসর ওয়াশিংটন ইউনিভারসিটি সাইনস এন্ড টেকনোলোজি, দুলাল বেহেদু সভাপতি ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ, নুরুল আমিন বাবু, ও আবাসন ব্যবসায়ী নুরুল আজিম।
এবারের টিকিটের মূল্য সাধারণ গ্যালারি ৫০ ডলার ও ১০০ ডলার। ভিআইপি ২০০ ডলার। সেখানে সহস্রাধিক দর্শকের জন্য থাকছে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ। দেশ থেকে বরেণ্য শিল্পীদের পাশাপাশি প্রবাসের জনপ্রিয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান আলম।
 

শেয়ার করুন: