ছবি - নবযুগ
‘বিশ্বজুড়ে বাঙালিয়ানা’ শ্লোগানকে বুকে ধারণ করে নিউইয়র্কে যাত্রা শুরু করেছে আরো একটি বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘এটিভি ইউএসএ’। ছয় মাস পরীক্ষামূলক সম্প্রচারের পর গত শনিবার ১১ জানুয়ারি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে চ্যানেলটি। বর্ণাঢ্য আয়োজনে অফিসিয়াল উদ্বোধন হয় ‘এটিভি ইউএসএ’র। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানটির ভেন্যু লং আইল্যান্ডের রয়্যাল পাম রিসোর্টে কমিউনিটির বিভিন্নস্তরের আমন্ত্রিণ অতিথিরা যোগ দেন। কেক কেটে টেলিভিশনটির শুভ যাত্রা ঘোষণা করেন নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা। বক্তব্য রাখেন এটিভির প্রেসিডেন্ট এন্ড সিইও আকাশ রহমান, চেয়ারম্যান এশা রহমান, স্টেশন চিফ শামীম আল আমিন, সাদা কালোর নির্বাহী সম্পাদক আবুল কাশেম, আশা হোম কেয়ারের জেনারেল ম্যানেজার বোরহানুস সুলতান প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও আকাশ রহমান বলেন, বিশ্বজুড়ে বাংলা ভাষার মানুষকে বিনোদিত করার পাশাপাশি বাংলা সংস্কৃতিকে তুলে ধরা এটিভি ইউএসএ’র লক্ষ্য ও উদ্দেশ্য। সঠিক তথ্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারে চ্যানেলটি নিরন্তর কাজ করবে বলেও জানান আকাশ রহমান।
প্রতিষ্ঠানের চেয়ারপার্সন এশা রহমান বলেন, উদ্বোধনী অনুষ্ঠান দেখেই সবাই আঁচ করতে পেরেছে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে। আমরা চাই, এটিভি ইউএসএ চ্যানেল দেখে প্রবাসে বাংলা ভাষার মানুষ মনে করুক তারা দেশেই আছে। অনুষ্ঠানে চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম ও সংবাদ বুলেটিন সম্পর্কে ধারনা দেয়া হয়। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল বিনোদনের বর্ণাঢ্য আয়োজন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের শিল্পীরা নাচের ছন্দে মাতিয়ে রাখেন অতিথিদের। সুরের জাদুতে মুগ্ধ করেন বাংলাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী সামিনা চৌধুরী।
একাধিক প্রামাণ্যচিত্রের মাধ্যমে এটিভি ইউএসএ’র অনেক তথ্য জানানো হয় অনুষ্ঠানে। এটিভি ইউএসএ’র থিম সং গেয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ও কোনাল। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর ও সংগীত করেছেন তানভীর তারেক। নিউইয়র্কের একঝাঁক তারকা শিল্পী এই গানে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে কেক কাটা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সোনয়িা ও সাদিয়া খন্দকার।