ছবি - নবযুগ
নিউইয়র্কে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবেয়া) নিউইয়র্ক চ্যাপ্টার এর নতুন কমিটির শপথ, ইয়াং স্টার সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জ্যামাইকার আল আকসা পার্টি হলে গত ২৫ জানুয়ারি, শনিবার আয়োজন করা হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা সপরিবারে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংগঠনের সাবেক সভাপতি এস কে আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শুরতেই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি শামসুল সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি শামীম এ জুয়েল। সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম (রিংকন), এবং আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার নুরুল হক। সভায় অতিথিরা ছাড়াও সভাপতি মোহাম্মদ সাজেদুল মোনায়েম খান শরীফ এবং বর্তমান ও সাবেক কর্মকর্তারাব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইয়াং স্টার, অতিথিসহ অন্যতম স্পন্সর ইঞ্জিনিয়ার মাহফুজুল হককে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সংগঠনে অনন্য অবদান রাখার জন্য বিশেষভাবে স্মরণ করা হয় প্রয়াত সভাপতি ড. সুফিয়ান খন্দকার, নূরুল হক এবং আব্দুল মোমেনকে।
অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে শপথ নেন উত্তর আমেরিকার অন্যতম এ পেশাজীবী সংগঠনটির নবনির্বাচিত কর্মকর্তরা। নয়া কমিটিকে শপথ পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান। এসময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণকারী কর্মকর্তারা হলেন : নবনির্বাচিত সভাপতি মো: আমিনুল ইসলাম (রিংকন), সাধারণ সম্পাদক মো : এ মামুন, ট্রেজারার নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক প্রবীর কে বিশ্বাস, নির্বাহী সদস্য কাজী নাফিসা আঞ্জুম, মোহাম্মদ পি রেজা ও শিরাদ মিয়া।
শপথ গ্রহণ শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরেন নবনির্বাচিত সভাপতি মো: আমিনুল ইসলাম (রিংকন) ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ মামুন।
নবনির্বাচিত সভাপতি মো: আমিনুল ইসলাম (রিংকন) বলেন, প্রাচীন এ সংগঠনটি তার ঐহিত্য অক্ষুন্ন রেখে সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখাসহ সৃষ্টিশীল কর্মকা-ে নবীনদের অংশগ্রহণসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবেয়া) নিউইয়র্ক চ্যাপ্টার এর নতুন কমিটির নির্বাচনে ৭৮% ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো: আমিনুল ইসলাম (রিংকন)।
অতিথিরা ইয়াং স্টারদের সম্মাননাসহ সুন্দর আয়োজনের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নতুন প্রজন্মের দিহানা মানার নৃত্যসহ সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোখসানা মির্জা, কৃষ্ণা তিথিসহ সংগঠনের সদস্যরা। বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান উপভোগ করেন।