বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নায়াগ্রায় কনভেনশন শুরু হবে ২৯ আগস্ট

জাতীয় প্রেসক্লাবে ৩৯তম ফোবানার সংবাদ সম্মেলন

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০৩:০৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় প্রেসক্লাবে ৩৯তম ফোবানার সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

নায়াগ্রা ফলসে ৩৯ তম ফোবানা কনভেনশন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের  জহুর হোসাইন চোধুরী সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে ফোবানা। ফোবানার স্টিয়ারিং কমিটির ট্রেজারার ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে মঞ্চে উপবিষ্ট ফোবানার নেতৃবৃন্দ ৩৯ তম ফোবানার সাফল্য কামনা করে ফোবানার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। এরপর ফোবানার নির্বাহী সেক্রেটারি ও ৩৯ তম ফোবানার কনভেনর কাজী আজম লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ফোবানার নেতৃবৃন্দের কাছে বিভিন্ন প্রশ্ন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক চেয়ারম্যান এজাজ আখতার তৌফিক, সাবেক চেয়ারম্যান আলী ইমাম সিকদার, সাবেক চেয়ারম্যান ড. আবু জুবায়ের দারা, স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু, জাতীয় ফুটবলার কায়সার হামিদ, জাতীয় ফুটবলার সম্রাট হোসাইন এমিলি, নিউ নেশন পত্রিকার সাবেক এডিটর মোস্তফা কামাল মজুমদার ও ভাসানী সমর্থক পরিষদ এর সভাপতি বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ নাদিম চৌধুরী, রাজনীতিবিদ আতাউর রহমান আতা, কালাম ফয়েজী, বিশিষ্ট সংবাদ পাঠিকা আসমা আহমেদসহ আরো অনেকেই।
উলেখ্য, চলতি বছরের ২৯, ৩০ ও ৩১ আগস্ট নায়াগ্রা ফল্স এর শেরাটন নায়াগ্রাতে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন: