
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক নগরের বাংলাদেশি অধ্যুষিত ওজোনপার্ক এলাকায় গত রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি। জানা গেছে, ওই দুর্বৃত্ত তার কাছ থেকে মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার করলে তাকে গুলি করা হয়। আহত বাংলাদেশির নাম মামুনুর রশিদ। তার বয়স প্রায় ৩২ বছর। তাকে নিউইয়র্কের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউইয়র্ক নগরের বাংলাদেশি অধ্যুষিত ওজোনপার্ক এলাকার ১০১ অ্যাভিনিউর ৭৪ স্ট্রিটের কাছে মামুনুর রশিদের বাসা। বাংলাদেশে তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনাবাগে। গত রোববার রাত ১১টার দিকে বেশ তুষারপাত হচ্ছিল। এ সময় তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় মুখোশধারী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি এসে তার কাছে থাকা মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিতে চায়। মামুন ভয়ে চিৎকার করলে সেই ছিনতাইকারী গুলি করে পালিয়ে যায়।
মামুনুর রশীদের বন্ধু বলেন, গুলিবিদ্ধ হয়ে মামুনুর রশিদ রাস্তায় পড়ে থাকলে একই এলাকায় বসবাসকারী বিয়ানীবাজারের একজন মুরব্বি পুলিশে ফোন করেন। খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে আসে। মামুনুর রশিদের বন্ধু ফাহাদ হোসাইন বলেন, আহত অবস্থায় পুলিশ মামুনুরকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা উন্নতির দিকে। তার ডান হাতে গুলি লাগে। অপারেশন করে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে বাসায় রয়েছে। বাংলাদেশ সোসাইটিসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা তাকে দেখতে তার বাসায় গিয়েছিলেন।
এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে এনওয়াইপিডি সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।