শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রেষ্টুরেন্টে বেড়েছে ব্যবসা

কমিউনিটিতে চলছে  জমজমাট ইফতার 

নিউইয়র্ক

প্রকাশিত: ১৬:২৬, ১৪ মার্চ ২০২৫

কমিউনিটিতে চলছে  জমজমাট ইফতার 

ছবি: সংগৃহীত

নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। রমজান ঘিরে বদলে গেছে মুসলিম কমিউনিটির চেহারা। বিশেষ করে রমজান ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে জমজমাট ইফতার পার্টি। ইতিমধ্যেই বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কোন কোন দিন একই সময়ে একাধিক ইফতার মাহফিলের আয়োজন হয়েছে। অপরদিকে ইফতার পার্টি ঘিরে জমে উঠেছে কমিউনিটির রেষ্টুরেন্ট ব্যবসাও। রেষ্টুরেন্টগুলোতে এবার ইফতারি বক্স বিক্রি হচ্ছে ১০ থেকে ১৪ ডলারে। 

পবিত্র রমজান উপলক্ষে কমিউনিটির উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে বিভক্ত জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা গত ২ মার্চ, রোববার ইফতার মাহফিল আয়োজন করে। সভাপতি বদরুল হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম নেতৃত্বাধীন এসোসিয়েশনের ইফতার পার্টি সিটির উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়। অপরদিকে সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ নেতৃত্বাধীন এসোসিয়েশনের ইফতার মাহফিল উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন একই দিন জ্যামাইকার সাতফিন বুলেভার্ডস্থ আল আকসা পার্টি হলে অনুষ্ঠিত হয়। 
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল গত ৩ মার্চ, সোমবার বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন অফিসে, একই দিন কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল জ্যাকসন হাইটসের সানাই রেষ্টেুরেন্টে আয়োজন করা হয়। 
গত ৪ মার্চ মঙ্গলবার মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-এর ইফতার মাহফিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে, গত ৮ মার্চ শনিবার ভাটেরা এসোসিয়েশন অব ইউএসএ’র ইফতার মাহফিল কুইন্সের ফরেস্ট হিলের আগ্রা প্লেস এন্ড পার্টি হলে এবং মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র ইফতার মাহফিল এস্টোরিয়ার রয়েজ এন্ড গার্লস পার্টি হলে, ৯ মার্চ রোববার বাংলাদেশ সোসাইটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল পর্ব ও ইফতার মাহফিল উডহ্যাভেনের জয়া পার্টি হলে, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল জ্যামাইকার ইকরা পার্টি হলে এবং বৃহত্তর রাজশাহী সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল জ্যামাইকার সাতফির বুলেভার্ডস্থ আল আকসা পার্টি হলে আয়োজন করা হয়।  
অপরদিকে ১৪ মার্চ শুক্রবার বাংলাদেশি আমেরিকান সোসাইটির ইফতার মাহফিল উডহ্যাভেনের জয়া পার্টি হলে, ১৫ মার্চ শনিবার জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার মাহফিল কুইন্সের ফরেস্ট হিলের আগ্রা প্লেস এন্ড পার্টি হলে, ১৬ মার্চ রোববার বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল ওজনপার্কের ম্যাজেস্টিক মার্কুইস হলে, ১৭ মার্চ সোমবার টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল জ্যামাইকার সাতফিন বুলেভার্ডস্থ আল আকসা পার্টি হলে, কুলাউড়া বাংলাদেশি এসোসিয়েশন অব ইউএসএ’র ইফতার মাহফিল উডসাইডের কুইন্স প্যালেসে এবং প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল ২৪ মার্চ সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিস্ট সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। 
এদিকে নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত কুইন্স, ব্রকলিন, ব্রঙ্কস এলাকার বাংলাদেশি মালিকানাধীন রেষ্টুরেন্টগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ১০/১২ আইটেমের এবার ইফতারী বক্স বিক্রি হচ্ছে ১০ থেকে ১৪ ডলারে। জ্যামাইকার ফাল্গুনী রেষ্টুরেন্টে ভুনা খিজুরীসহ ইফতারী বক্স ৫.৯৯, চিকেন বিররিয়ানীসহ ইফতারি বক্স ৭.৯৯, বিফ তেহারিসহ ইফতারি বক্স ৮.৯৯ আর গোট বিরিয়াসিসহ ইফতারি বক্স ৯.৯৯, ধানসিড়ি রেষ্টুরেন্টে ইফতারি বক্স ৯.৯৯,  সাগর রেষ্টুরেন্টে ইফতারি বক্স ১০ ডলার, পানসী রেষ্টুরেন্টে ১১ ডলার, প্রিমিয়াম রেষ্টুরেন্টে ১২.৯৯, ঘরোয়া রেষ্টুরেন্টে ইকোনমি ইফতারি বক্স ১১ ডলার, প্রিমিয়াম বক্স ১৩ ডলার আর এক্সক্লুসিভ বক্স ১৪ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়াও খলিল বিরিয়ানি হাউজের ইফতারি বক্স ১০.৯৯ ডলার নির্ধারণ করা হচ্ছে
 

শেয়ার করুন: