
ছবি - নবযুগ
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্টে গত ১৯ মার্চ অনুষ্ঠিত হলো গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের ইফতার ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিশ্ব মুসলিম উম্মাহ্সহ সকল মুসলমানদের জন্য শান্তি ও মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলরে সিইও মো. শামসুদ্দিন বশির জানান, গ্লোবাল ট্যুরস সব সময় কমিউনিটির সেবা দানের কথা মাথায় রেখে তাদের ব্যবসা পরিচালনা করে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, আগামী হজ্ব ও উমরার জন্য যথাসম্ভব কমমূল্যে প্যাকেজ ঘোষণা করা হবে। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এমিরেটস এয়ারলাইনস এর কমার্শিয়াল ম্যানেজার নোমান, কুয়েত এয়ার ওয়েজের সিনিয়র একাউন্টস ম্যানেজার রাজ, ইন্ডিয়ান এয়ার ওয়েজের ট্রেড এন্ড সেলস ম্যানেজার এ্যনি খান, বিশিষ্ট ব্যবসায়ী ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট এন্ড সিইও গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল, আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, বাংলা ট্রাভেলসের সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন, কর্নফুলি ট্রাভেলসের সিইও এবং আটাব প্রেসিডেন্ট মোহাম্মাদ সেলিম হারুন, জমজম ট্রাভেলসর ম্যানেজিং ডিরেক্টর তাওহিদ মাহবুব মুন্না, মেঘনা ট্রাভেলসের সিইও রহমান প্রমুখ।