শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

চট্টগ্রাম সমিতির দোয়া  ও ইফতার মাহফিল

নিউইয়র্ক

প্রকাশিত: ২৩:৩১, ২১ মার্চ ২০২৫

চট্টগ্রাম সমিতির দোয়া  ও ইফতার মাহফিল

ছবি - নবযুগ

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত ১৬ মার্চ পবিত্র রমজান উপলক্ষে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা বা চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চার্চ-ম্যাকডোনাল্ডসহ এলাকার অন্যতম ল্যান্ডমার্ক ‘চট্টগ্রাম ভবন’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থিতিতে এই মাহফিলে সমাজের সর্বস্তরের মানুষকে ইফতারে আপ্যায়িত করা হয়। মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানটিকে ভিন্নমাত্রা দিয়েছিল। শিশু-কিশোরদের কলকাকলীতে মুখর ছিল চট্টগ্রাম ভবন।

ইফতারের আগে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সবার দৈনন্দিন জীবনযাপনে এর প্রতিফলন ঘটানোর জন্য সবাই দোয়া করেন। অনুষ্ঠানটি সর্বোতভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইফতার উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আরিফ চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ জাবের শফি।
সভায় সমিতির সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সাবেক সদস্য কামাল হোসেন মিঠু। 
সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, ট্রাস্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস্য শামশুল আলম, আজীবন সদস্য সরোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুনীর আহমেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ রিজভী চৌধুরী, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশ্রাব আলী খান লিটন, মতিউর চৌধুরী, সাবেক সহ-সভাপতি এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী লিটন, সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম, মিরাশ্বরাই সমিতির মেজবাহউদ্দীন, কাওসার চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার ফজলুল কাদের চৌধুরী, ওসমান গনি চৌধুরী, তানিম মহসীন, নওশাদ কামাল, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান, মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট আবদুল হামিদ প্রমুখ। সমিতির সভাপতি মোহাম্মাদ আবু তাহের সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। 
 

শেয়ার করুন: