শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

গোবিন্দগঞ্জ ফাউন্ডেশনের  ইফতার মাহফিল

নিউইয়র্ক

প্রকাশিত: ২৩:৩৯, ২১ মার্চ ২০২৫

গোবিন্দগঞ্জ ফাউন্ডেশনের  ইফতার মাহফিল

ছবি - নবযুগ

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে প্রবাসের অন্যতম সংগঠন গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন ইউএসএ ইন্কের উদ্যোগে গত ১৭ মার্চ জ্যামাইকার ইক্রা পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার  গোবিন্দগঞ্জ কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন উক্ত ইফতার ও দোয়া মাহফিলে। দোয়া মাহফিলে বাংলাদেশ কমিউনিটি তথা বিশ্ব উম্মার সকল মুসলমানদেও জান মালের হেফাজত, শান্তি সমৃদ্ধিও জন্য দোয়া করা হয়।

এ সময় উত্তরবঙ্গের রংপুর ও গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ ইন্ক এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন ইউএসএ ইন্ক নেতৃবৃন্দেও মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর সমিতির সভাপতি জনাব দুলু, সাধারণ সম্পাদক উৎপল, গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ ইন্কের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জেম্স, গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন এর সভাপতি জহুরুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদিকা নাজনীন আক্তার লুবলী, হাসান মাহমুদ, গৌতম সাহা, কবির,বিদুৎ, মিন্টু,শামসুল, মাসুদ, আল আমিন, শরিফুল ও নাজমুল।
 

শেয়ার করুন: