বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কোথায়, কখন জামাত

রোব অথবা সোমবার ঈদুল ফিতর

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৫০, ২৯ মার্চ ২০২৫

রোব অথবা সোমবার ঈদুল ফিতর

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানের শেষ দিনে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে উত্তর আমেরিকায় আগামী ৩০ মার্চ, রোববার অথবা ৩১ মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বিশ্বের যেকোন স্থানে মুসলমানরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করেন এবং চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেন। পবিত্র মাহে রমজান শুরু হয়েছিল ৫ মার্চ থেকে।

এবার যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার মসজিদে আয়োজন করা হচ্ছে একাধিক ঈদের জামাত। আবার অনেক মসজিদের উদ্যোগে খোলা মাঠেও ঈদের নামাজ আদায় করা হবে। ধনী দরিদ্র নির্বিশেষে সাধ্যমতো সবধরণের চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিতে ইতোমধ্যেই বেশ সাড়া পড়ে গেছে।
মুসলিম অধ্যুষিত এলাকার দোকানপাট এবং মসজিদগুলোতে পরিলক্ষিত হচ্ছে ঈদের আমেজ। ফ্যাশন শপগুলোতে উপহার সামগ্রী কেনাকাটা বেড়েছে। সবকিছু মিলিয়ে প্রস্তুতি চলছে ঈদের আনন্দ উপভোগ করার।
নিউইয়র্কে ইতিমধ্যে ঈদের আগাম প্রস্তুতি চলছে। মসজিদে মসজিদে ঈদ জামাতের আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে। ঈদের নামাজের আয়োজন করার জন্য বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আগেভাগেই পুলিশের সঙ্গে আলোচনা করে ঈদগাহ এবং মসজিদের নামাজের স্থানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একাধিক মসজিদের প্রধান ইমাম ও পরিচালনা পরিষদের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্ন করতে আগাম সব ব্যবস্থা নিচ্ছেন। ঈদ নামাজের জন্য পুলিশের অনুমতি নিচ্ছেন।
বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময় সূচিঃ
জ্যামাইকা মুসলিম সেন্টার (৮৫-৩৭, ১৬৮ স্ট্রীট জ্যামাইকা) : শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের জামাত ৩০ অথবা ৩১ মার্চ জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে। আবহাওয়া অনুকূলে না থাকলে জ্যামাইকা মুসলিম সেন্টারে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায় পরপর চারটি জামাত মূল মসজিদে অনুষ্ঠিত হবে। বৃষ্টি না হলে এবং তাপমাত্রার উন্নতি ঘটলে সকাল ১০টায় মাত্র একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে (১৬৮ ষ্ট্রিট এবং ৮৪ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক সিটির সর্ববৃহৎ এই ঈদ জামাতে মসল্লিদের আমন্ত্রণ জানিয়েছে জেএমসির পরিচালনা কমিটি ও ট্রাস্টি বোর্ডের কর্মকর্তাগণ।
আরাফা ইসলামিক সেন্টার ঃ শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের জামাত আগামী ৯ অথবা ১০ এপ্রিল। মসজিদে ৪টি জামাত যথাক্রমে সকাল ৭-৩০টা ও ৮-৩০টায় পর পর দুটি জামাত অনুষ্ঠিত হবে আরাফা ইসলামিক সেন্টারের নতুন ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২)। মুসল্লিদের নিজস্ব জায়নামাজ সাথে আনতে হবে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে বলে জানান মসজিদের সেক্রেটারি তরিকুল ইসলাম।
মসজিদ-আর-রাইয়ান: চাঁদ দেখা সাপেক্ষে মসজিদ-আর-রাইয়ান এ (১৯৬-৪৩ ফুটহিল এভিনিউ, হলিসউড, নিউইয়র্ক ১১৪২৩) আগামী ৯ বা ১০ এপ্রিল ঈদুল ফিতরের দুটি জামাত যথাক্রমে সকাল ৮:৩০ ও সকাল ৯:৩০ এ অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন হারুন-অর-রশীদ ও দ্বিতীয় জামাতে ইমাম ওয়াসিফ খান।
দারুস সালাম মসজিদ (১৪৮-১৬, ৮৭ রোড, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫)ঃ চাঁদ দেখা সাপেক্ষে ।আগামী ৯ অথবা ১০ এপ্রিলজ্যামাইকা দারুস সালাম মসজিদ ভবনে ঈদের ৪টি জামাত যথাক্রমে সকাল ৭-৩০টা, ৮-৩০টা, ৯-৩০টা এবং ১০-৩০টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ছাড়া প্রত্যেক জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ফোনঃ ৭১৮-৫৫৮-৬১১১।
আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি): আগামী ৯ অথবা ১০ এপ্রিল ঈদুল ফিতরের তিনটি ঈদের জামাত করা হয়েছে। সকাল ৭টায়, ৮টায় ও ৯টায় । এছাড়াও স্থানীয় রুফজ কিং পার্কে (১৫০-২৯ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩৫) দু’টি জামাত হবে যথাক্রমে সকাল ১০টায়, জামাত-১১টায় । মাঠে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকবে। জামাতে শরীক থাকবেন কমিউনিটির স্বনামধন্য উলামায়ে কেরাম এবং কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত এই ঈদের জামাত নিউইয়র্কের অন্যতম বৃহৎ ঈদ জামাত।
উডসাইড মসজিদ: চাঁদ দেখা সাপেক্ষে এবারের ঈদুল ফিতরের উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ রোববার অথবা ৩১ মার্চ সোমবার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে আটটায় এবং সকাল ঙ০টায়। শেষ জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ: এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে গতবারের মতো এবারও এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে ঈদের নামাজের জামাত সকালে হবে। আবহাওয়া খারাপ হলে কমপক্ষে তিনটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভেতরে । প্রথম জামাত সকাল ৭ টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ৯টায় হবে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। যারা নামাজ পড়তে যাবেন, তারা সঙ্গে জায়নামাজ নিয়ে যাবেন।
নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত : জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পাঁচটি। প্রতি এক ঘণ্টা পরপর ঈদের জামাত হবে। বৃষ্টি হলে কাবাব কিংয়ের দোতলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে পরপর পাঁচটি জামাতের ব্যবস্থা করা হবে বলে জানান মাওলানা কাজী কাইয়্যূম। তিনি বলেন, আমরা প্রতিবছর ডাইভারসিটি প্লাজায় ঈদের নামাজের ব্যবস্থা করে থাকি। এবারও করছি। নামাজের জন্য ইতিমধ্যে অনুমতিও নেওয়া হয়েছে।
 

শেয়ার করুন: