
ছবি: সংগৃহীত
নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামি কট্টরপন্থিরা’ শীর্ষক শিরোনামে দ্যা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে অলস সাংবাদিকতা বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার নিরিখে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে, যা মূলত বাংলাদেশের প্রকৃত চিত্র নয়।
‘নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামি কট্টরপন্থিরা’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ সময় সোমবার রাতে অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার কবলে পড়তে যাচ্ছে। চরমপন্থী শক্তির বিরুদ্ধে ইউনূস সরকারের দৃশ্যত কোন কঠোর পদক্ষেপ নেই।
মঙ্গলবার এক বিবৃতিতে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলে আখ্যা দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজে বলা হয়, ভুল চিত্র ও একতরফা দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা না করেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদের কোন স্থান নেই।
এ প্রতিবেদনের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার শঙ্কা নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, এর ফলে বাংলাদেশ অ্যামেরিকা-দ্বিপাক্ষিক সম্পর্কেও কোন নেতিবাচক প্রভাব পড়বে না।
স্পর্শকতার বিষয়ে প্রতিবেদন তৈরির সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোকে আরো কৌশলী ও যতœবান হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।